জ্যোতিষশাস্ত্র অনুসারে, পাপী গ্রহ রাহুকে ছায়াগ্রহ বলা হয়। এই বছর রাশির সঙ্গে সঙ্গে রাহু নক্ষত্রের পরিবর্তনও করতে চলেছেন। যার প্রভাব ১২ রাশিতে পড়তে চলেছে। এরফলে ১২ রাশিতে এর প্রভাব কোনও না কোনওভাবে দেখা যাবে। ১৬ মার্চ রাহু, সন্ধ্যা নাগাদ ৬ টা ৫০ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে রাহুর প্রবেশ বেশ তাৎপর্যপূর্ণ। এরফলে বহু রাশির ভাগ্যে তুমুল উন্নতির যেমন যোগ রয়েছে, তেমনই তুমুল লড়াইও রয়েছে। দেখা যাক, কারা লাকি।
মেষ
রাহুর পূর্ব ভাদ্রপদে যাওয়া খুবই লাভদায়ক। এই রাশির জাতক জাতিকারা রাহুর গোচরের ফলে বহু দিক থেকে হবেন লাভবান। সব কাজে পাবেন ভাগ্যের সহযোগিতা। আপনার ভাগ্যে কোনও না কোনও ইতিবাচক ঘটনা ঘটতে পারে। তবে খরচা বাড়ার সম্ভাবনা দেখা যাবে। সেই সমস্যা সহজে নিরসন করা যাবে। ব্যবসা শুরু করার হলে, এই সময়টি ভালো। রাহু, মীন রাশিতে থাকার ফলে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে আপনাকে। তবে কুম্ভে আসতেই আপনি লাভ পাবেন।
( Small fish Benefits: কাঁটার ভয়ে ছোট মাছ এড়িয়ে যান? এর গুণ জানলে আর না খেয়ে থাকতে পারবেন না)
মিথুন
কর্মভাবে রাহু থাকার ফলে এই রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা হঠাৎ করে লাভ পেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের প্রমোশন পাওয়ার সম্পূর্ণ সুযোগ রয়েছে। পরিশ্রমের ওপর তা নির্ভর করছে। আপনার জ্ঞান হু হু করে বেড়ে যেতে পারে। ব্যাঙ্কিং, ফাইনান্স, ইনশিওরেন্সের সঙ্গে জড়িত জাতক জাতিকাদের খুবই লাভ হতে পারে। মে মাসে রাহু নবমভাবে থাকবেন। তখন একটু সামলে থাকতে হবে।
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা খুবই ধনলাভ করতে পারেন। আপনি নিজের কাজে খুব ফোকাস করুন। ঋণ থেকে পেতে পারেন মুক্তি। কোনও কাজ নিয়ে যদি অস্বস্তি থেকে থাকে, তাহলে তা থেকে মুক্তি পেতে পারেন। কেরিয়ারে শুভ প্রভাব দেখতে পাবেন। শনির ঢআইয়া ২৯ মার্চ শেষ হবে। তাতে খুব লাভ পাওয়া যাবে।
নক্ষত্র গোচর:-
আকাশমণ্ডলে ২৭ নক্ষত্রের মধ্যে ২৫ তম নক্ষত্র হল পূর্বভাদ্রপদ নক্ষত্র। যার রাশি, কুম্ভ। কুম্ভের সঙ্গে রয়েছে শনির যোগ। ২০২৫ সালে এই নক্ষত্রে রাহু ২৩ নভেম্বর পর্যন্ত থাকতে চলেছে বলে জ্যোতিষমতের ভবিষ্যদ্বাণী। রাহু মীন রাশিতে থাকবেন। তবে বক্রী চালে চলার ফলে কুম্ভ রাশিতে চলে আসবেন। এতে শনি আর গুরু দুই রাশিরই প্রভাব দেখা যাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )