জ্যোতিষশাস্ত্র অনুসারে মায়াবী আর পাপী গ্রহ হিসাবে পরিচিত হয়েছেব রাহু। আর সেই রাহু সামান্য নিজের অবস্থান বদল করতেই বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে আমূল পরিবর্তন দেখা যায়। মে মাসেই রাহুর প্রভাবে ভাগ্যে তুমুল পরিবর্তন আসতে চলেছে একাধিক রাশির জাতক জাতিকার। যে সমস্ত রাশি প্রাপ্তিলাভের তালিকায় রয়েছে, তারা কী কী পেতে চলেছেন? দেখা যাক।
বৃষ
রাহু আপনার রাশির কর্মভাবে বিচরণ করতে চলেছেন। ফলে আপনার কাজের জায়গায় বিপুল লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা ভালো টাকা রোজগার করতে পারবেন এই সময়। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন চাকরি। চাকরিরতদের ভালো পদোন্নতি হতে পারে। আপনার বেতন বৃদ্ধি হতে পারে। আর্থিক যেকোনও পরিকল্পনা হতে পারে সফল।
( বুধ, শুক্রের জোড়া গোচর আসছে! রকেট গতিতে উন্নতি ভাগ্যে, লাকির লিস্টে তুলা সহ আর কারা?)
ধনু
রাহু গ্রহ আপনার রাশিতে পরাক্রম আর সাহসের জায়গায় বসবাস করছে। আপনার সাহস আর পরাক্রমে বৃদ্ধি হতে পারে। ছোট ভাইবোনের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হবে। আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন। নতুন ব্যবসায়িক সম্মন্ধ স্থাপিত হবে। আয়ের নতুন নতুন উৎস খুলবে, আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।