বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি নিশ্চিত অন্তরালে গ্রহগুলি নিজের মতো করে অবস্থান পাল্টায়। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। তেমন ভাবেই আসন্ন সময়ে শুক্র আর বুধ নিজের অবস্থান পাল্টাবেন। জ্যোতিষ ভবিষ্যদ্বাণী বলছে, এই দুই গ্রহের অবস্থান বদলের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে থাকেন। কবে রয়েছে এই যোগ? দেখে নিন। কারা এই যোগের ফলে লাভ পাবেন, তাও দেখে নিন।
তুলা
এই সময় আপনার ভাগ্যোদয় হতে শুরু করবে। এরফলে এই সঙ্গে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। আয়ের আলাদা আলাদা সূত্র সামনে আসবে। সেই উৎস থেকে লাভ ভালো হবে। এই সময় দেশ বিদেশের যাত্রা করতে পারবেন। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। আর্থিক নানান যোজনা ভালোর দিকে যাবে।কলা, শিল্পচর্চা ক্ষেত্রে পাবেন প্রসিদ্ধি।
কন্যা
আপনার কাজের দিক থেকে ভালো উন্নতির রাস্তা তৈরি হবে। চাকরিরতরা কর্মস্থলে কোনও নতুন বড় পদ পেতে পারেন। চাকরির জায়গায় সিনিয়রদের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল ভালো কাটতে পারে। আপনার সব কাজে ভাগ্য সঙ্গত দেবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন।
( কে জঙ্গি সাজিদ মীর? যাকে পাকিস্তান 'মৃত' বলেও পরে করেছে গ্রেফতার! মিশ্রি খুলে দিলেন পাক মুখোশ)
( বাবা ভাঙ্গার যুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী ফের চর্চায় ভারত-পাক উত্তেজনার মাঝে! কী বলেছিলেন?)
বৃষ
আপনার কাজের শৈলীতে উজ্জ্বলতা আসবে। আপনার কোনও ডিজাইন মেকিং এর কাজ থাকলে তা ভালোর দিকে যাবে। আপনার কোনও ভাবা, পরিকল্পিত যোজনা ভালোর দিকে যাবে। এই সময় আপনার হাতে আকস্মিক ধনলাভ হবে। আপনার কথা বার্তার প্রভাব সর্বক্ষেত্রে হবে। যার ফলে, আপনার কথায় মানুষ ইমপ্রেস হবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
কবে রয়েছে এই জোড়া গোচর?
বুধ আর শুক্রের জোড়া গোচর রয়েছে বৃষ রাশিতে। আর তা হতে চলেছে জুন মাসে। এরসঙ্গেই একাধিক রাশির সোনার মতো চমকের সময় শুরু হবে। লাকি রাশির জাতক জতিকার জীবনে পড়বে প্রভাব। জুনে বুধ যাবে মিথুনে, আর শুক্র যাবে বৃষে। হবে এই দুই গ্রহের গোচর।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)