বিগত কয়েকমাসে এমন বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, বা পাওয়ার কথা আছে যেগুলো নিয়ে বিভিন্ন সময় বিতর্ক দানা বেঁধেছে। দ্য কেরালা স্টোরি নিয়ে উত্তাল হয়ে ওঠে দেশ। এরপর এক এক করে কখনও দ্য ডায়রি অব ওয়েস্ট বেঙ্গল, কখনও ৭২ হুরে ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সন্ত্রাসে পিএফআইয়ের যোগ রয়েছে, এমন অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগকে জোরালো করে, উঠে এসেছে আরও একটি তথ্য। সেখানে বলা হয়েছে, ছয় পিএফআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা যেত বহু ক্যাডারের কাছে। কোডেড ডায়ারি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে উঠে আসা এই দুই তথ্যই পিএফআইয়ের সঙ্গে সন্ত্রাস যোগের বড় প্রমাণ স্তম্ভ হিসাবে মনে করছেন গোয়েন্দারা।