ধনতেরাসের আগে জিও ভারত ফোর জি ফোনের দাম হু হু করে নামল। সদ্য রিলায়েন্স জিও, তাদের জিও ভারত দিওয়ালি ধমাকা ২০২৪ ঘোষণা করেছে। সেখানেই ফোনের দাম কমে যাওয়ার কথা বলা হয়েছে। এবার থেকে জিও ভারত ফোর জি ফোন পাওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়। হাজার টাকার নিচে এই সস্তায় পাওয়া যাওয়া এই ফোনে রয়েছে তাক লাগানো সুবিধা।
যে সমস্ত গ্রাহকরা এখনও টুজি ফোন ব্যবহার করছেন, তাঁরা যদি ফোন বদলে নিয়ে ফোর জি ফোন কেনার পরিকল্পনায় থাকেন, তাহলে জিও ভারত ৪ জি ফোন আপনার জন্য একেবারে যোগ্য! এই ফোন ৯৯৯ টাকা থেকে নেমে ৬৯৯ টাকায় চলে এসেছে। তবে ফোন কেনার আগে যাচাই করে নিতে হবে ফোর জি ফোনের সুবিধা কী কী।
( Indians Deported by US:চার্টার্ড ফ্লাইট ভাড়া করে বহু ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা? এঁরা কারা, কেন পাঠানো হল! US দিল জবাব)
( November 2024 Lucky Rashi: শনি-শুক্রের কৃপায় নভেম্বর ২০২৪এ লাকি কোন কোন রাশি? বিদেশযাত্রা কাদের ভাগ্যে?)
জিও ভারত ফোরজি ফোনের সুবিধা কী কী?
জিও ভারত ফোর জি ফোনের সুবিধা হল, এর জন্য মাসিক রিচার্জ ন্যূনতম ১২৩ টাকা থেকে শুরু। ১২৩ টাকা, মাসে মাসে এই ফোনে ভরালে বহু ধরনের সুবিধা মিলবে। ১২৩ টাকার রিচার্জে কী কী সুবিধা মিলবে তা দেখে নিন।