India's Fastest Electric Car: ভারতের দ্রুততম বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে Ola, কবে আসবে বাজারে? Updated: 15 Aug 2022, 05:24 PM IST Soumick Majumdar Ola Electric Car: ভাবিশ জানিয়েছেন, ইলেকট্রিক গাড়িটিতে একটি সম্পূর্ণ কাঁচের ছাদ থাকবে। চাবি ছাড়াই সব চালনা হবে। অ্যাসিস্টেড ড্রাইভ টেকনোলজির মতো ফিচার থাকবে। অনেকে এতে টেসলার গন্ধও পাচ্ছেন।