Flipkart Diwali Sale-এ জলের দরে পেতে পারেন Google Pixel 4A স্মার্টফোন। কীভাবে?
অভাবনীয় ছাড় ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাবেন এই ছাড়। পুরনো ফোনের মডেল দামি ও ঠিকঠাক কন্ডিশন হলে পেতে পারেন ১৪,৯৫০ টাকা পর্যন্ত ছাড়। তবে পুরোটাই নির্ভর করছে আপনার আগে কী ফোন ছিল তার উপর।
এমনিতে দাম কত?
বর্তমানে ফ্লিপকার্টে Google Pixel 4A-র দাম ২৫,৯৯৯ টাকা।
তবে এন্ট্রি লেভেল সেগমেন্টের পুরনো ফোন থাকলেও চিন্তা করবেন না। উদাহরণস্বরূপ, চালু, স্ক্র্যাচহীন Samsung M11 স্মার্টফোনের এক্সচেঞ্জে পাবেন প্রায় ৩,৯০০ টাকার ছাড়। ফলে আরও দামি ফোনের ক্ষেত্রে আরও বড়সড় ছাড় পাবেন।

আপার মিড রেঞ্জের স্মার্টফোনের মধ্যে এখন ওয়ান প্লাস বেশ জনপ্রিয়। পুরনো মডেলের আইফোনগুলিরও দাম কমে গেছে। তবে শুধু ক্যামেরা দিয়ে বিচার করলে, Google Pixel 4A এখনও বেশ কিছুটা এগিয়ে রয়েছে।
তবে অন্যান্য কিছু ফিচারে পিছিয়ে সামান্য পিছিয়ে গুগলের এই স্মার্টফোন। স্ক্রিন সাইজ ৫.৮ ইঞ্চি। তাছাড়া ব্যাটারি ৪০০০ mAh-ও নয়।
তবে ব্যাটারি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ফ্লিপকার্টের রিভিউতে ক্রেতারা ব্যাটারি ব্যাকআপ ভাল বলেই জানিয়েছেন। তাছাড়া গুগলের অপটিমাইজেশানও আছে। তবে দীর্ঘক্ষণ গেমিংয়ের জন্য ফোনের পরিকল্পনা থাকলে এটি না কেনাই ভাল।
কিন্তু মিড রেঞ্জে অত্যন্ত ভাল ক্যামেরা, গুগলের স্টক অ্যান্ড্রয়েড, সহজ ইন্টারফেস, স্মুদ ব্যবহারের অভিজ্ঞতা চাইলে এটি নিতেই পারেন।