কখনও ভেবেছেন, এত বেশি মানুষ আইফোনের মতো এত দামি স্মার্টফোন কীভাবে কেনেন? অনেকেই সম্পূর্ণ দাম দিয়ে কেনেন। তবে কিছু কিছু ক্রেতা অপেক্ষা করেন সঠিক সেল, অফারের জন্য। আর তাতেই অন্য আরও কম দামেই পেয়ে যান নতুন iPhone। ফেসবুকে মিরর সেলফি দেওয়ার সময়ে অবশ্য সেটা বলেন না তাঁরা।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে অফার
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের আগেই অ্যাপেল আইফোন ১১ সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে। নতুন iPhone 11 পাবেন মাত্র ৩৮,৯৯৯ টাকায়। MRP-র থেকে এটি প্রায় ২৯,৩০১ টাকা কম। এমআরপি ৬৮,৩০০ টাকা। যদিও ফোনটি আগেও ডিসকাউন্টেই বিক্রি হচ্ছিল, তবে এতটা কম দাম এই প্রথম।

অ্যামাজন প্রাইম এক্সক্লুসিভ ডিল হিসেবে নতুন আইফোন 11 ৩৮,৯৯৯ টাকায় পাবেন। 64GB ভ্যারিয়েন্ট। ডিভাইসের দাম আরও কমাতে হলে ক্রেতারা এক্সচেঞ্জ অফার নিতে পারেন। এর ফলে দামে আরও ১২,৪০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ অফারের যোগ হলে ডিভাইসটি মাত্র ২৬,৫৯৯ টাকায় কেনা যাবে।
এক্সচেঞ্জে কত টাকা পাবেন তা নির্ভর করছে আপনার আগে কী ফোন ছিল তার উপর। Samsung M11-এর মতো এন্ট্রি লেভেল স্মার্টফোন হলেও ৪,০০০ টাকা পর্যন্ত পাবেন(একটুও ড্যামেজহীন)। অন্যদিকে আরও একটু দামি ফোন হলে বা আগের আইফোন থাকলে আরও বেশি ছাড় পেয়ে যাবেন।
এদিকে iPhone 11 128GB ভ্যারিয়েন্টেও ডিসকাউন্ট বাড়িয়েছে অ্যামাজন। ৪৩,৯৯৯ টাকায় পাবেন। এতেও এক্সচেঞ্জ অফার পাবেন।