বাংলা নিউজ > ময়দান > WPL 2023: নন-স্ট্রাইকার্স এন্ডে রান-আউট করলেন না স্নেহ! সেই হ্যারিসই হারিয়ে দিলেন UP-কে
পরবর্তী খবর
WPL 2023: নন-স্ট্রাইকার্স এন্ডে রান-আউট করলেন না স্নেহ! সেই হ্যারিসই হারিয়ে দিলেন UP-কে
1 মিনিটে পড়ুন Updated: 20 Mar 2023, 08:32 PM ISTAyan Das
WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে এক নেটিজেন বলেন, 'অন্যতম গুরুত্বপূর্ণ উইকেট। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে দল (যা এমনিতেও হতে পারে)। গ্রেস হ্যারিসকে যে স্নেহ রানা রান-আউট করলেন না, সেটা দেখে হতাশ লাগছেন। ম্যাচ বা প্রতিযোগিতা যে পর্যায়েই থাকুক না কেন, এখানে রান-আউট করা উচিত ছিল।'
সুযোগ পেয়েও নন-স্ট্রাইকার্স এন্ডে কি গ্রেস হ্যারিসকে রান-আউট করলেন না স্নেহ রানা? গুজরাট জায়েন্টস এবং ইউপি ওয়ারির্সের ম্যাচে একটি ঘটনা দেখে এমনই মনে করছেন নেটপাড়ার একাংশ। তাঁদের মতে, ক্রিকেটের যেটা বৈধ রান-আউট, সেটা না করে তথাকথিত ‘স্পিরিট’ দেখাতে গিয়ে দলকে ডুবিয়ে দিলেন গুজরাটের অধিনায়ক স্নেহ। কারণ ৪১ বলে ৭২ রান করে ম্যাচের সেরা হয়েছেন হ্যারিস। যদিও অন্য মহলের দাবি, স্নেহ যখন নন-স্ট্রাইকার্স এন্ডে আউট করতে পারতেন, তখন হ্যারিস ক্রিজের মধ্যেই ছিলেন।
সোমবার উইমেন্স প্রিমিয়র লিগে প্রথমে ব্যাটে করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৮ রান তোলে স্নেহের গুজরাট। তারপর ইউপির ব্যাটিংয়ের ষষ্ঠ ওভারে প্রথম বল করতে আসেন স্নেহ। নিজের দ্বিতীয় ওভারে নন-স্ট্রাইকার্স এন্ডে দাঁড়িয়ে থাকা হ্যারিসকে সম্ভবত সতর্ক করে দেন। বল করার আগেই ক্রিজ থেকে বেরিয়ে যাচ্ছিলেন হ্যারিস। সেইসময় ১৩ রানে খেলছিলেন অস্ট্রেলিয়ার তারকা।
তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা অনেকে বলতে থাকেন, হ্যারিসকে আউট করার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন স্নেহ। এক নেটিজেন বলেন, 'অন্যতম গুরুত্বপূর্ণ উইকেট। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে দল (যা এমনিতেও হতে পারে)। গ্রেস হ্যারিসকে যে স্নেহ রানা রান-আউট করলেন না, সেটা দেখে হতাশ লাগছে। ম্যাচ বা প্রতিযোগিতা যে পর্যায়েই থাকুক না কেন, এখানে রান-আউট করা উচিত ছিল।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘এটা অমার্জনীয়। ওকে রান-আউট কর।’
উল্লেখ্য, হ্যারিস কার্যত একাহাতে গুজরাটকে হারিয়ে দিয়েছেন। ৪১ বলে ৭২ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হ্যারিস। এক বল বাকি থাকতে তিন উইকেটে জিতে গিয়েছে ইউপি। সেইসঙ্গে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়েছে গুজরাট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই পরিস্থিতিতে এক নেটিজেন বলেন, ‘গ্রেস হ্যারিসকে রান-আউট করার সুযোগ যে হাতছাড়া করেছিলেন স্নেহ রানা, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। খারাপ মানসিকতার প্রমাণ এটা। এরকম অবিবেচকের মতো বিষয় নিশ্চয়ই জাতীয় দলে ওর সতীর্থ দীপ্তি শর্মা এট মানতে পারবেন না।’
যদিও নেটিজেনদের একাংশের দাবি, এখানে স্পিরিটের কোনও বিষয় নেই। এক নেটিজেন বলেন, 'বল করার আগে স্পষ্টতই ক্রিজের বাইরে ছিলেন গ্রেস হ্যারিস। ভুল ছবি ব্যবহার করে স্নেহ রানাকে দোষ দেওয়া হচ্ছে। স্নেহ রানা জানতেন যে ক্রিজের বাইরে ছিলেন না গ্রেস হ্যারিস। উনি কোনওরকম সতর্ক করেননি।'
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।