মহিলা টি-২০ বিশ্বকাপে আসরে হঠাৎই উঠে এল ম্য়াচ গড়াপেটার প্রসঙ্গ। সেটাও আবার বাংলাদেশ শিবির থেকে। বিশ্বকাপে ইচ্ছে করে খারাপ খেলার জন্য লক্ষ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয় বাংলাদের তারকা ক্রিকেটারকে।
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ অল-রাউন্ডার লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন ওদেশেরই এক সিনিয়র মহিলা ক্রিকেটার শহেলি আখতার। লতাকে স্টাম্প-আউট বা হিট উইকেট হওয়ার কথা বলা হয়।
লতা অবশ্য শহেলির ফাঁদে পা দেননি। তিনি পত্রপাঠ নাকচ করে দেন প্রস্তাব। সেই সঙ্গে লতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তড়িঘড়ি জানান এমন প্রস্তাব পাওয়ার কথা। বিসিবি বিষয়টি জানায় আইসিসির দুর্নীতিদমন শাখাকে। এমনটাই খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমের।
আরও খবর যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শহেলি স্বীকার করে নিয়েছেন, আকাশ নামে এক জুয়াড়ির কথা মতোই লতাকে এমন প্রস্তাব দেন তিনি। আকাশের সঙ্গে তাঁর ফেসবুকে আলাপ বলেও জানিয়েছেন শহেলি।
বাংলাদেশের মিডিয়ার খবর অনুযায়ী শহেলি লতাকে বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কোনও ক্ষতি করব না। তোমার যখন ইচ্ছা হবে গড়াপেটা করবে। যখন চাইবে না, করবে না। কোন ম্যাচে গড়াপেটা করবে, সেটা তোমার ব্যাপার। ধরো তুমি একটা ম্যাচে ভালো খেললে। তাহলে পরের ম্যাচে গড়াপেটা করতে পারো। তুমি স্টাম্প-আউট বা হিট উইকেট হতে পারো। যদি ২০-৩০ লক্ষের বিনিময়ে হিট উইকেট হতে অসুবিধা থাকে, তবে ৫ লক্ষ টাকার বিনিময়ে স্টাম্প-আউট হতে পারো। তোমার যদি এটা কম মনে হয়, তবে বলতে পারো। আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। মনে রেখো, এটা কথাটা শুধু তোমার-আমার মধ্যে থাকবে।'
জবাবে লতা স্পষ্ট জানিয়ে দেন যে, ‘আমি এসবের মধ্যে নেই। এসব কাজ করতে পারব না। দয়া করে আমাকে এমন কিছু কখনও বলবে না।’
আরও পড়ুন:- IND vs AUS: আলোচনার কেন্দ্রে দিল্লির পিচ, বল ঘুরবে কতটা? আগেভাগে খতিয়ে দেখলেন দ্রাবিড়
উল্লেখ্য, লতাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ থেকে সরিয়ে রাখে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শহেলি অবশ্য বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডে নেই। বাংলাদেশ শেষমেশ অস্ট্রেলিয়ার কাছে ১০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ হারে। শুরুতে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকে নিজেদের ইনিংস শেষ করে। তারা ৭ উইকেটে ১০৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।