শুক্রবার দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি টপকে ইতিহাস গড়েন নীরজ চোপড়া। ভারতীয় তারকা বিশ্বের ২৫ নম্বর অ্যাথলিট হিসেবে ৯০ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন। কেরিয়ারে দু-দু'টি অলিম্পিক মেডেল জিতলেও প্রথমবার এমন কৃতিত্ব অর্জন করেন নীরজ। স্বাভাবিকভাবেই এটি নীরজের কেরিয়ারের উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে দূরে জ্যাভেলিন ছোঁড়ার বিশ্বরেকর্ড রয়েছে যাঁর দখলে, তিনি দোহায় নীরজের সঙ্গেই উপস্থিত ছিলেন। অন্য কেউ নন, নীরজের বর্তমান কোচ জ্যান জেলেজনির দখলেই রয়েছে জ্যাভেলিনের বিশ্বরেকর্ড। তিনি ১৯৯৬ সালে ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সর্কালীন নজির গড়েন।
এখনও পর্যন্ত বিশ্বের মোট ২৬ জন জ্যাভেলিন থ্রোয়ার ৯০ মিটারের গণ্ডি টপকেছেন। এবার দোহায় নীরজ চোপড়ার ঠিক পরেই এমন কৃতিত্ব অর্জন করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। অর্থাৎ, তিনি বিশ্বের ২৬ নম্বর জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটারের গণ্ডি টপকান।
আরও পড়ুন:- ক্যাপ্টেন হিসেবে IPL-এ ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার, ধোনি-রোহিতেরও নেই এই রেকর্ড
সব থেকে বেশি দূরে জ্যাভেলিন ছোঁড়ার নিরিখে নীরজ রয়েছেন তালিকার ২৪ নম্বরে। পাকিস্তানের আরশাদ নদিম গত অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে সার্বিক তালিকার ছয় নম্বরে জায়গা করে নেন।
আরও পড়ুন:- IPL-এ সব থেকে বেশি শতরান, এককভাবে চার নম্বরে উঠলেন লোকেশ রাহুল
জ্যাভেলিনে ৯০ মিটারের গণ্ডি টপকানো ২৬ অ্যাথলিট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।