এমন অনেক ঘটনা ঘটে, যখন ক্রিকেটাররা মাঠে তাঁদের আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজ সিরিজে এমন বহু মুহূর্ত বারবার ধরা পড়েছে। আবার যদি আমরা ভারতীয় ক্রিকেটে আমাদের দৃষ্টি ফেরাই, সে ক্ষেত্রে দেখা যাবে, মহিলা দলের অধিনায়ক হারমনপ্রীত কৌরও গত মাসে এমন একটি বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন।
যদিও অ্যাশেজের বেশির ভাগ ঘটনা, বা হরমনপ্রীতের ক্ষেত্রে মূলত আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েই ঝামেলা হয়েছিল। এবার ভারতের ঘরোয়া ক্রিকেটে একই ঘটনার পুনরাবৃত্তি। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিভিশনের প্রথম টুর্নামেন্টে বাবা অপরাজিও একটি এমনই অবাঞ্ছিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তিনি আম্পায়ার এবং বিরোধী দলের প্লেয়ারদের সঙ্গে কুৎসিত ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: প্রস্তুতি টুর্নামেন্টের জন্য ২৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলার, বাদ মুকেশ, শাহবাজ, অনুষ্টুপ
ঘটনাটি ঘটে জলি রোভার্স সিসি এবং ইয়াং স্টারস ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচ চলার সময়ে। একটি বিতর্কিত এলবিডব্লিউকে ঘিরেই ঘটনার সূত্রপাত। এই ক্ষেত্রে ব্যাটসম্যান অপরাজিত এলবিডব্লিউ-এর বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে মাঠের বাইরে যাওয়ার আগে আম্পায়ার এবং বিরোধী দলের প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়ান। এই ঝামেলার জেরে খেলা সাময়িক বন্ধ থাকে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে খেলা শুরু হতে প্রায় পাঁচ মিনিট সময় লেগে যায়।
যখন বাবা অপরাজিত ৩৪ রানে ব্যাট করছিলেন, সেই সময়ে জলি রোভার্স সিসি-র অধিনায়ক হরি নিশান্তের একটি তীক্ষ্ণ শার্প ডেলিভারি ব্যাটারের প্যাডে লেগে, ফরোয়ার্ড শর্ট লেগে জিএস রাজুর হাতে চলে যায়।
আরও পড়ুন: হঠাৎ-ই ইডেনের ড্রেসিংরুমে আগুন, ODI World Cup-এর আগে উঠল নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ব্যাটারের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বোলার এবং ফিল্ডাররা অবিলম্বে আউটের জোরালো আবেদন করেন। এবং আম্পায়ারও মনে করেন, এটা আউট ছিল। তিনি আঙুল তুলে দেন। আর আম্পায়ারের এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান অপরাজিত। এই সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিলেন। কী ভাবে আউট হলেন, নিজেই বুঝে উঠতে পারছিলেন না। অপরাজিত বিরোধী দলের প্লেয়ার এবং আম্পায়ারদের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দেন। তবে আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।