
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শেষ চার বলে হ্যাটট্রিকসহ চারটি উইকেট তুলে নিয়ে অনন্য কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ব্রিটিশদের ১৭ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। শুধু ম্যাচ জেতাই নয়, ৩-২ ব্যবধানে সিরিজও জিতল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের করা ৪ উইকেটে ১৭৯ রানের জবাবে জেসন হোল্ডার কৃতিত্বে ১৬২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
ব্রিজটাউনে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিয়ে ছিলেন দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্স। শেষ দিকে অধিনায়ক কায়রন পোলার্ডের ঝোড়ো ৪১ ও রভম্যান পাওয়েলের ৩৫ রানে শেষ ৫ ওভারে ৭৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৮০ রানের টার্গেটে দলকে জয়ের স্বপ্ন দেখান জেমস ভিন্স ও স্যাম বিলিংস।
তবে শেষ চার বলে হ্যাটট্রিকসহ চারটি উইকেট তুলে নিয়ে দলকে দারুণ জয় উপহার দেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ও সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে ডবল হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি। ২.৫ ওভার বল করে ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন হোল্ডার। গোটা সিরিজে ১৫ উইকেট তুলে নিয়ে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। জেসন হোল্ডার এমন একজন ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটে যার দখলে রয়েছে ডবল সেঞ্চুরি ও ডবল হ্যাটট্রিক। ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেছিলেন হোল্ডার। ফলে দুটি ডবল কৃতিত্বই গড়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports