বলটা কি মাটিতে ঠেকে গিয়েছিল? আম্পায়ার কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন? পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার পরও সেই বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাবর আজমও। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের ভক্তরা। কেউ কেউ তো আবার সেই ঘটনায় ভারতীয় বোর্ডেরও হাত দেখতে পাচ্ছেন।
সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চাপের মধ্যে ছিল পাকিস্তান। তবে ম্যাচে প্রবলভাবে ছিলেন বাবররা। চতুর্থ দিনের খেলা যখন শুরু হয়েছিল, তখন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫৭ রান। হাতে ছিল ছয় উইকেট। তারইমধ্যে পঞ্চম উইকেট পড়ে যায় পাকিস্তানের। তারপর পাকিস্তানের ইনিংসের হাল ধরেন শাকিল এবং মহম্মদ নওয়াজ। দু'জনের জুটি ইংল্যান্ডের চিন্তা বাড়াতে থাকে। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে তাঁদের জুটি ভাঙেন মার্ক উড। শর্ট বলে নওয়াজকে (৪৫ রান) আউট করেন।
নওয়াজের উইকেট নিয়ে কোনও বিতর্ক না হলেও উডের পরের ওভারেই শাকিলের উইকেট নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। শাকিলকে শর্ট বল করেন উড। বলটা লেগসাইডের বাইরের দিকে যাচ্ছিল। পুল মারতে যান শাকিল। কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। বল ব্যাটে চুমু খেয়ে উইকেটের পিছনে চলে যায়। ডানদিকে ঝাঁপিয়ে একেবারে নীচ থেকে বলটা তালুবন্দি করেন পোপ। সফট সিগন্যাল হিসেবে আউট দেওয়া হয়। সেইসঙ্গে তৃতীয় আম্পায়ার উইলসন অনেকক্ষণ ধরে রিপ্লে দেখেন। তারপর তিনি বলেন, 'দেখে মনে হচ্ছে যে বলের নীচে গ্লাভস আছে। তবে একেবারে নিখুঁতভাবে বলতে পারছি না।'
আরও পড়ুন: PAK vs ENG: ঘূর্ণি পিচেও ম্যাচ হারল পাকিস্তান, বাবরদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে টেস্ট সিরিজ ইংল্যান্ডের
দীর্ঘক্ষণ দেখার পর শাকিলকে আউট দেন তৃতীয় আম্পায়ার। তার ফলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২৯১ রান। শাকিল (৯৪ রান) আউট হওয়ার পরই বাবরদের যাবতীয় প্রতিরোধ শেষ হয়ে যায়। ৩২৮ রান অল-আউট হয়ে যায় পাকিস্তান। ২৬ রানে দ্বিতীয় ম্যাচ জিতে টেস্ট সিরিজ পকেটে পুরে নেয় ইংল্যান্ড। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে জোরদার ধাক্কা খায় পাকিস্তান।