শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের এই মুহূর্তে সংক্ষিপ্ততম ফর্ম্যাট টি-২০ ক্রিকেট। স্বল্প দৈর্ঘ্যর এই খেলাতে যেহেতু ওভার অত্যন্ত কম থাকে ফলে ব্যাটাররা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি চাপমুক্ত হয়ে মুক্তমনে খেলতে পারেন। ফলে অনেক বেশি শট খেলতে ও দেখা যায় ব্যাটারদের। কারণ টেস্ট খেলার মতন এখানে উইকেট বাঁচিয়ে রাখার তাগিদটা অনেকটাই কম থাকে। সেই টি-২০ ফর্ম্যাটেই ভারতের বিরুদ্ধে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ তে হাতে ৭ টি উইকেট থাকলেও জয়ের লক্ষ্য থেকে মাত্র ৮ রানে হারতে হয়েছে উইন্ডিজ দলকে । উল্লেখ্য যা ক্যারিবিয়ানদের টি-২০ ইতিহাসে এক বিরলতম নজির। যেখানে সবথেকে কম উইকেট (৩) হারিয়ে ও জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি উইন্ডিজ দল।
এদিন ইডেনে ভারত প্রথমে ব্যাট করতে নেমে তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করতে সমর্থ হয়। ভারতের হয়ে বিরাট কোহলি,ঋষভ পন্ত এবং ভেঙ্কটেশ আইয়ার ব্যাট হাতে খুব ভাল ব্যাট করেন। বিরাট ৫২ ,পন্ত অপরাজিত ৫২ এবং আইয়ার ৩৩ রানের ইনিংস খেলেন উইন্ডিজ দলের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন রস্টন চেজ। তিনি ২৫ রান দিয়ে ৩ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ তাদের ইনিংস বেশ দেখেশুনেই খেলা শুরু করে। ব্র্যান্ডন কিং,কাইল মেয়ার্স প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে এদিন ইনিংসের হাল ধরেন ১০.৭৫ কোটিতে আইপিএল নিলামে বিক্রি হয়া নিকোলাস পুরান এবং রভম্যান পাওয়েল। পুরান ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হলে ও ব্যাট হাতে লড়াই চালান পাওয়েল। তিনি ৩৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে উইন্ডিজ মাত্র ১৭৮ রান করতে সমর্থ হয়। ফলে হাতে উইকেট নিয়েও ম্যাচে মাত্র ৮ রানে হারের মুখ দেখতে হল উইন্ডিজ দলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।