হার নিশ্চিত ছিল। তারপরও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করলেন পাকিস্তানের একাদশতম ব্যাটার মহম্মদ আলি। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে ৩৫৫ রানের লক্ষ্যমাত্রা ছিল। চতুর্থ দিনে পাকিস্তান যখন ব্যাট করতে নেমেছিল, তখন বাবরদের স্কোর ছিল চার উইকেটে ১৯৮ রান। শুরুতেই উইকেট হারানোর পর পাকিস্তানের আশা বাঁচিয়ে রেখেছিলেন সউদ শাকিল এবং মহম্মদ নওয়াজ। কিন্তু এক রানের মধ্যে নওয়াজ (৪৫ রান) এবং বিতর্কিতভাবে শাকিল (৯৪ রান) আউট হওয়ার পরেই খেলার মোড় ঘুরে যায়। শেষপর্যন্ত ৩২৮ রানে অল-আউট যায় পাকিস্তান। ২৬ রানে দ্বিতীয় টেস্ট হেরে গিয়ে সিরিজও হাতছাড়া হয় বাবরদের।
আরও পড়ুন: WTC Table: ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গাড্ডায় পাকিস্তান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিতান্ত কঠিন বাবরদের
তারইমধ্যে পাকিস্তানের শেষ উইকেট পড়ার পর প্রাথমিকভাবে স্টোকসের সঙ্গে হার মেলাতে অস্বীকার করেন আলি। ওলি রবিনসনের বলে ওলি পোপের হাতে জমা পড়ে আলির ক্যাচ। আউট দেন অনফিল্ড আম্পায়ার মারে এরেসমাস। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেন আলি। তিনিই নিজেই সম্ভবত জানতেন যে ব্যাটে লেগেছে বল। জোরদার শব্দও হয়েছিল। তবে পিছু হটেননি আলি। নিয়ম মতো, ডিআরএসের প্রক্রিয়া খতিয়ে দেখতে থাকেন তৃতীয় আম্পায়ার।
সেইসময় আলির কাছে চলে আসেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস। পাকিস্তানের একাদশতম ব্যাটারের সঙ্গে হাত মেলাতে চান। তবে তাতে রাজি হননি আলি। বরং স্টোকসকে কিছু বলতে থাকেন। কী বলছিলেন, তা স্পষ্ট হয়নি। সম্ভবত স্টোকসকে মনে করিয়ে দিচ্ছিলেন যে এখনও বেঁচে যেতে পারেন তিনি। আউট নাও হতে পারেন।
আরও পড়ুন: PAK vs ENG Controversial Out: বিতর্কিত আউট আম্পায়ারের, 'BCCI টাকা খাইয়েছে’, দাবি পাকিস্তানি নেটিজেনদের
যদিও সেই আশা পূর্ণ হয়নি। ডিআরএসেও আউট দেওয়া হয়। বড় স্ক্রিনে ‘আউট’ দেখানোর পর স্টোকসের সঙ্গে হাত মেলাতে দেখা যায় আলিকে। তবে প্রাথমিকভাবে স্টোকসের সঙ্গে আলির হাত না মেলানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।