হাতে বাকি আর কয়েকটা মাস, তারপরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার ঠিক পাঁচ দিন পরেই মিরপুরে শুরু হবে পাকিস্তান বনাম বাংলাদেশের সিরিজ। বাংলাদেশ সফরে আসবেন বাবর আজমরা। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সিরিজটির সূচি মঙ্গলবার ঘোষণা করে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু ৪ ডিসেম্বর। কোভিড পরিস্থিতিতে লম্বা বিরতির পর বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে। সেই সিরিজে একটি টেস্ট ও একটি ওয়ানডে ছিল চট্টগ্রামে। এরপর দেশের মাঠে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ ছিল মিরপুরে। পাকিস্তানের সফর দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে চট্টগ্রামে।
পাঁচ বছর আগে শেষবার দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। বিশ্বকাপের ঠিক পরেই আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে এই দুটি ম্যাচ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে অভিযান শুরু করবে বাংলাদেশ।
একনজরে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি
টি-টোয়েন্টি সিরিজ
১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
টেস্ট সিরিজ
২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।