ক'দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন কামরান আকমল। পাশাপাশি পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। নতুন দায়িত্ব ভালো ভাবে সামলানোর জন্যই সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি।
কামরান আকমল।
শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র তিনি। তিনি পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার কামরান আকমল। শেষ পাঁচ বছরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি সে ভাবে। বারবার প্রত্যাবর্তনের চেষ্টা করেও সফল হননি। নির্বাচকদের উপর এই কারণে ক্ষোভ উগরাতে ছাড়েননি তিনি। অবশেষে জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণে এ বার ক্রিকেটকে আলবিদা জানালেন কামরান আকমল। সমস্ত ধরণের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি। কামরানের এখন লক্ষ্য, জাতীয় নির্বাচক হওয়া। জাতীয় দলের কোচ হতেও মুখিয়ে আছেন তিনি।
প্রসঙ্গত, ক'দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন কামরান আকমল। পাশাপাশি পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। আর বিশেষজ্ঞদের মতে এই সমস্ত দায়িত্ব নিতে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রাক্তন পাক উইকেটকিপার ব্যাটার। উল্লেখ্য. ঘরের মাটিতে শেষ বার নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্বে পালন করেছিলেন শহিদ আফ্রিদি। সেই সিরিজ শেষ হওয়াার পর নতুন প্রধান নির্বাচক হিসেবে হারুন রশিদ দায়িত্ব নেন। তাঁকে নিয়োগ করেছে পিসিবি। তাঁর পাশাপাশি নির্বাচক প্যানেলে রয়েছেন মুহাম্মদ সামি, কামরান আকমল এবং ইয়াসির হামিদ।
উল্লেখ্য শুধুমাত্র জাতীয় দল নয় জাতীয় দল ছাড়াও যুব দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আকমল। পাকিস্তানের আঞ্চলিক এবং জেলা দলগুলোরও দেখাশুনা করবেন তিনি। পিএসএলেও এ বারের মরশুমে তাঁকে দেখা যাবে বাবর আজমদের ব্যাটিং কোচ হিসেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।