ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথম দুই টেস্ট ম্যাচ জেতার পর ভারত এখন তৃতীয় টেস্ট জিতে সিরিজ দখলের দিকে তাকিয়ে থাকবে। ইন্দোরে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। এদিকে এর মাঝেই ফের বিতর্কের ঝড় তুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। কারণ ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে আবারও বড়সড় বিবৃতি দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব।
নাগপুরে খেলা প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ শুরু করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই সিরিজে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এখন পর্যন্ত সেঞ্চুরি করতে সফল হয়েছেন। তা সত্ত্বেও রোহিত শর্মাকে নিয়ে খুশি নন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। কপিল দেবের মতে, রোহিত শর্মাকে তাঁর ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে। কপিল দেব জানিয়েছেন, মাঠে রোহিতকে ‘ওভারওয়েট’ মনে হচ্ছে।
আরও পড়ুন… সিরিজের আগে সাদা বলের বিশেষজ্ঞদের NCA-তে তলব করল BCCI
এবিপি নিউজে কথোপকথনের সময়, কপিল দেব জোর দিয়ে বলেছিলেন যে রোহিত শর্মাকে তাঁর ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ফিট থাকাটা দলের অধিনায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন কপিল দেব। রোহিতকে বলেছেন যে ফিট না হলে সেটা ক্যাপ্টেনের লজ্জা। এর জন্য রোহিতকে কঠোর পরিশ্রম করতে বলেছেন কপিল দেব। ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে কপিল দেব তাঁর শরীরের বাড়তি ওজনের দিকে আঙুল তুলেছেন। কপিল দেব বলেন, ‘রোহিত শর্মাকে তাঁর ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ফিট থাকাটা দলের অধিনায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফিট না হলে এটা লজ্জার। এর জন্য রোহিতকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান, কিন্তু আপনি যখন তার ফিটনেস নিয়ে কথা বলেন, তাঁর শরীরে অতিরিক্ত ওজন রয়েছে মনে হয়। অন্তত টিভিতে তাই দেখায়।’
আরও পড়ুন… IPL 2023: ভারতের বিরুদ্ধে ব্যর্থ, তবুও DC-র নেতৃত্বে ওয়ার্নার! বড় ভূমিকায় অক্ষর প্যাটেল
কপিল দেব রোহিতের বাড়তি ওজন নিয়ে কথা বলতে গিয়ে বিরাট কোহলির ফিটনেস নিয়ে মন্তব্য করেছেন। বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, ‘আপনি যখনই বিরাটকে দেখেন, আপনি বলেন যে তিনি একজন ফিট খেলোয়াড়।’ জানিয়ে দেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রায় ১১ মাস পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন রোহিত। আঙুলের চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অংশ নিতে পারেননি রোহিত। ব্যাট হাতে দারুণ করছেন রোহিত। তবে কপিল দেব মনে করেন রোহিতের ফিটনেস নিয়ে কাজ করা উচিত। রোহিত শর্মার কোনও খামতি নেই। তাঁর সবকিছুই আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাঁর ফিটনেস নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।