আইপিএল শুরু হওয়ারর পর বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান হঠাতই জানান এবছর কলকাতার হয়ে খেলবেন না তিনি। তখন অবশ্য কারণ জানা যায়নি। তবে এবার নিজেই সে বিষয়ে খোলসা করলেন তিনি। আইপিএলের শুরুতেই চোট আঘাতের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজের আগে নাইটদের অধিনায়ক শ্রেয়স আইয়ার পিঠের চোটের কারণে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। প্রথমে কিছু জানানো না হলেও পরে বলা হয় আইপিএলে খেলতে পারবেন না শ্রেয়স।
অধিনায়ক ছিটকে যাওয়ায় বেশ চাপে পড়ে যায় কেকেআর। একই সঙ্গে বিসিবিও শাকিবকে ছাড়তে নারাজ। কারণ তাদের জাতীয় দলের খেলা এবং আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে যাতে কোনও ক্রিকেটার চোট আঘাতের মধ্যে না পড়ে, সেই জন্য সাকিবকে আইপিএল খেলার ছাড়পত্র পায়নি। কেকেআরের পক্ষ থেকেও বিসিবিকে অনুরোধ করা হয়। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। দীর্ঘ টালবাহানার পর শাকিব জানিয়ে দেন তিনি আইপিএল খেলবেন না। তবে কিসের জন্য তিনি আইপিএল খেলবেন না তা জানানো হয়নি।
বাংলাদেশের অলরাউন্ডার কলকাতার হয়ে না খেলার কারণ জানালেন তিনি। পারিবারিক কারণে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন বলে জানান শাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারকে এক সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা হয় আইপিএলের সুযোগ পেয়ে খেলতে না পারার কোনও আক্ষেপ তাঁর আছে কিনা। জবাবে তিনি বলেন, 'না। তবে এটা খুব ভালো সুযোগ ছিল আমার কাছে। এবছর ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে আইপিএলে ভারতে খেলতে পারলে ভালো হতো। কিন্তু পারিবারিক সমস্যার কারণে এই বছর আইপিএল খেলতে পারছি না।'
আইপিএলে খেলতে আসা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি দেওয়া নিয়ে কিছু জল্পনা তৈরি হয়। তা নিয়ে অবশ্য শাকিব মুখ খোলেননি। পারিবারিক প্রয়োজনের কথাই তিনি বলেছেন। বাংলাদেশ প্রিমিয়র লিগে ঢাকা মহমেডানের হয়ে খেলবেন বলে জল্পনা ছড়িয়েছে। সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তারকা ক্রিকেটার বলেন, 'দেখি। খেলবো কিনা তা সময় বলে দেবে।'
উল্লেখ্য, মে মাসে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর রয়েছে। সাকিব যদি আইপিএলে খেলতে যেতেন তাহলে আইপিএলের শেষের দিকে তাঁকে পেত না কলকাতা। কারণ জাতীয় দলের হয়ে খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে দিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন। এই বিষয়ে জানার পরেই কলকাতা নাইট রাইডার্স সাকিবের কাছে পরিবর্তন ক্রিকেটার হিসাবে জেসন রয়কে নেওয়ার কথা জানায় বলে দাবি করছে বাংলাদেশ সংবাদ মাধ্যম। শাকিব সেই দাবি মেনে নেন বলে সূত্রের খবর।
তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আইপিএলে কলকাতার হয়ে না খেললেও তার জাতীয় দলের সতীর্থ লিটন দাস খেলবেন নাইটদের হয়ে। নাইট শিবির সূত্রে জানা যাচ্ছে, আর কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্সে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।