কোনও ছাড় নেই। চলতি আইপিএলে দোষ করলে রেহাই পাচ্ছেন না কেউই। এর আগে আইপিএলের আচরণবিধি ভেঙে বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছে রোহিত শর্মা, ঋষভ পন্তদের। এমনকি নিয়ম না মেনে শাস্তি মাথা পেতে নিতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের আরও ১০ জন ক্রিকেটারকে। এবার আইপিএলের কোড অফ কন্ডাক্ট উলঙ্ঘন করে শাস্তি পেলেন লোকেশ রাহুল।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উঠেই বড়সড় জরিমানা গুনতে হল লখনউ দলনায়ককে। আসলে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভারের কোটা সম্পূর্ণ করতে পারেনি সুপার জায়ান্টস। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা।
আরও পড়ুন:- MI vs LSG: একশোয় ১০০ লোকেশ রাহুল, এর আগে IPL-এর শততম ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ
যেহেতু এটি মিনিমাম ওভার-রেট সংক্রান্ত লখনউয়ের প্রথম আচরণবিধি ভঙ্গের ঘটনা, তাই শুধুমাত্র ক্যাপ্টেন লোকেশ রাহুলের ১২ লক্ষ টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে। শাস্তি পেতে হয়নি দলের আর কোনও ক্রিকেটারকে। তবে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলে শাস্তি দ্বিগুণ হবে ক্যাপ্টেনের। পাশাপাশি মাশুল গুনতে দলে দলের বাকিদেরও।
আরও পড়ুন:- MI vs LSG: রান পাচ্ছিলাম না, ভালো পিচের ফায়দা তুললাম, স্বীকারোক্তি রাহুলের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।