মোবাইল ফোনের আসক্তি একজন মানুষকে কতটা ডুবিয়ে রাখতে পারে, তার চূড়ান্ত নমুনা দেখা গেল লখনউয়ের একানা স্টেডিয়ামে। ক্রিকেট ভালোবাসেন, আবার মোবাইলে চোখ রাখাও নেশায় পরিণত হয়েছে। সম্ভবত সেকারণেই জনৈক ক্রিকেটপ্রেমী এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মাঠে চোখের সামনে খেলা চলছে। গ্যালারিতে উপস্থিত থেকেও মোবাইলে ম্যাচ দেখছেন এক ক্রিকেটপ্রমী। তাও চেয়ারে বসে নয়, বরং ফাঁকা চেয়ারের সারিতে শুয়ে শুয়ে মোবাইলে ম্যাচ উপভোগ করছেন তিনি। এমন ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজয় নামক এক টুইটার ব্যবহারকারী। তার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া তৈরি হয় এই বিষয়ে। বেশিরভাগ নেটিজেনের ধারণা, এটা অতিরিক্ত মোবাইল ব্যবহারের সাইড এফেক্ট।
এমন ঘটনা সামনে আসের পরেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। সংশ্লিষ্ট ক্রিকেটপ্রেমীর কাণ্ড দেখে মজাদার সব প্রতিক্রিয়া জানান ক্রিকেটপ্রেমীরা। কেউ দাবি করেন যে, রাত ১২টার আগে ডেটা শেষ করার চাপ ছিল। কেউ আবার এমন ঘটনাকে তুলনা করেন অফিসে উপস্থিত থেকেও ভিডিয়ো কলে মিটিংয়ে যোগ দেওয়ার সঙ্গে।
আরও পড়ুন:- SRH vs LSG: এটা যদি নো-বল না হয়…, থার্ড আম্পায়ারের উপরে ক্ষেপে লাল টম মুডি
কেউ মন্তব্য করেন, স্টেডিয়ামে শুয়ে শুয়ে খেলা দেখার মজা নিচ্ছিলেন ওই দর্শক। কারও মত, মোবাইলে খেলা দেখার অভ্যাস ছাড়তে পারেননি উনি। আরও একজন লেখেন যে, এত দূরে সিট ছিল, ভালো করে খেলাই দেখা যায়নি। তাই মোবাইলে দেখতে হচ্ছিল বোধহয়।
আইপিএলের গ্যালারিতে একদিকে যেমন দর্শকদের মজাদার সব কাণ্ড ঘটাতে দেখা যাচ্ছে, অন্যদিকে অভব্যতার নজিরও চোখে পড়ছে। শনিবার হায়দরাবাদে সানরাইজার্স বনাম লখনউ ম্যাচের সময় দর্শকদের হাঙ্গামার মুখে পড়তে হয় গৌতম গম্ভীরদের। গ্যালারি থেকে দর্শকদের ছোঁড়া নাট-বোল্টে মাথায় আঘাত পান লখনউয়ের ক্রিকেটার প্রেরক মানকড়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।