
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শার্দুল ঠাকুরের ব্যাটই বৃহস্পতিবার কলকাতা নাইডার্সকে দু'শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেছিল। সেই সঙ্গে ২০৪ রানের বড় লক্ষ্য দিয়ে চাপে ফেলে দিয়েছিলেন আরসিবি-কে। ৯টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন শার্দুল। তবে ব্যাট হাতে শার্দুলের ঝড়, নতুন বিষয় কিন্তু নয়। এর আগে টেস্ট ক্রিকেটে তাঁকে ব্য়াট হাতে দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে মনে রাখার মতোই ইনিংস খেলেনছিলেন শার্দুল।
তবে আরসিবি-র বিরুদ্ধে যে চাপ নিয়ে তিনি খেলেছেন, সেই কারণে অবশ্যই এই ইনিংসটি বিশেষ হয়ে থাকবে শার্দুলের ক্যারিয়ারে। কলকাতার দল ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেই সময়ে শার্দুল এবং রিঙ্কু সিং মিলেই দলের হাল ধরেন। এই দুই তারকা ষষ্ঠ উইকেটে ১০৩ রানের লড়াকু পার্টনারশিপ গড়েন। তাঁরা লড়াই করতে না পারলে হয়তো ম্যাচটা হেরেই যেত হত কেকেআর-কে।
আরও পড়ুন: সৌরভ থেকে রানা, প্রজন্ম বদলালেও অটুট RCB-র বিরুদ্ধে নাইটদের বড় জয়ের পরম্পরা
শার্দূল ঠাকুরের এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে অবশ্য হতবাক হচ্ছেন না তাঁর ছেলেবেলার কোচ দীনেশ লাড। মুম্বই থেকে ফোনে টিএইটিন বাংলাকে তিনি বলেছেন, ‘কেকেআর ওকে যে সুযোগটা দিয়েছে সেটা ওর পক্ষে দারুণ। শুধু একটা ম্যাচ নয়, মনে করে দেখুন পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে যে খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানেও কিন্তু নেমে ও ছক্কা মেরেছিল। এ বারের আইপিএলে শার্দুলকে আরও ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংস খেলতে দেখবেন।’
আরও পড়ুন: প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেই IPL-এ সুয়াশ জাদু ‘চল গ্যায়া’, কে এই রানার শহরের তরুণ?
রোহিত শর্মার কোচ নিজের হাতে বড় করেছেন শার্দুলকেও। কোচ দীনেশ লাড মনে করেন শার্দূল কেকেআর-এর জার্সিতে অলরাউন্ডার হিসেবে নিজেকে আরও বেশি প্রমাণ করবে। শার্দুলের কোচ বলছিলেন, ‘ও কেকেআর জার্সিতে যত ভালো খেলবে, তত বিশ্বকাপে ভারতের হয়ে ওর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হার্দিক এবং রবীন্দ্র জাদেজার পর তিন নম্বর অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে। তবে শার্দূল মূলত বোলিং অলরাউন্ডার। কিন্তু নিজেকে ব্যাটসম্যান হিসেবে উন্নত করেছে শেষ দু'বছরে।’
কলকাতায় আসার আগে কোচ দীনেশ লাডকে ফোন করে পরামর্শও চেয়েছিলেন ভারতীয় দলের লর্ড। ছোটবেলার কোচ শুধু বলেছেন, ব্যাটিং নিয়ে নেটে বাড়তি সময় দিতে। আর তাতেই সাফল্য এসেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports