মঙ্গলবার লখনউ সুপার জায়েন্টস তাদের জার্সি প্রকাশ্যে আনার পর, আইপিএলের একমাত্র দল হিসেবে চেন্নাই সুপার কিংস-ই বাকি ছিল। তারাও বুধবার নতুন জার্সি আত্মপ্রকাশ করল। তবে জার্সিতে সে ভাবে কোনও পরিবর্তন না থাকায়, তা নিয়েও আলোচনাও কম। বরং সকলে বেশি আগ্রহী কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের প্রথম একাদশ কী হতে চলেছে তাই নিয়ে।
ভিসা সমস্যার জেরে মইন আলিকে প্রথম ম্যাচে এক প্রকার পাওয়া যাবে না। কারণ প্রথম ম্যাচ খেলতে হলে বুধবারের মধ্যে সিএসকে শিবিরে যোগ দিতে হত মইনকে। কিন্তু এখনও পর্যন্ত সে রকম কোনও সম্ভাবনা নেই। প্রশ্ন উঠেছে, মইনের জায়গায় প্রথম একাদশে কে খেলবেন? জানা গিয়েছে, ডেভন কনওয়ের নাম চেন্নাই শিবিরে ঘোরাফেরা করছে।
তা ছাড়া দীপক চাহারের জায়গায় কে খেলবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। রুতুরাজ গায়কোয়াড়ের কী পরিস্থিতি, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সব মিলিয়ে ২৬ মার্চ কেকেআর-এর বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও চাপেই থাকবে ধোনির সিএসকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।