বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs LSG: সেঞ্চুরি হাতছাড়া করে হতাশ, তবে পরের ম্যাচগুলিতে ফের সুযোগ আসবে, আশাবাদী গিল
পরবর্তী খবর
GT vs LSG: সেঞ্চুরি হাতছাড়া করে হতাশ, তবে পরের ম্যাচগুলিতে ফের সুযোগ আসবে, আশাবাদী গিল
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2023, 05:54 PM ISTTania Roy
সেঞ্চুরি মিস করে স্পষ্টতই আফসোস করছিলেন শুভমন। ১৯তম ওভার শেষে ৮৫ রান ছিল শুভমনের। ২০তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন শুভমনই। বল করতে এসেছিলেন যশ ঠাকুর। প্রথম বলে শুভমন ছক্কাও হাঁকান। পৌঁছে যান ৯১ রানে। তার পর আর এক-আধটা চার ছয়ের দরকার ছিল। তবে সেটাই হল না। হল আর মাত্র ৩ রান।
শুভমন গিল।
একটা ছয় মারলেই সেঞ্চুরির স্বাদ পেতেন শুভমন গিল। কিন্তু শেষ ওভারে একটি ছক্কা হাঁকালেও, চারই মারতে পারলেন না। আর গুজরাট টাইটান্সের ইনিংস শেষ হওয়ার পর হাত কামড়াতে থাকলেন শুভমন।
শনিবার আমদাবাদে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল। টস হেরে তারা প্রথম ব্যাট করতে নামে। শুরু থেকেই গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল মিলে ঝড় তোলেন। ওপেনিং জুটিতেই ওঠে ১৪২ রান। তাও মাত্র ৭৩ বলে। এই ১৪২ পার্টনারশিপ গুজরাট টাইটান্সের আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটির করা সর্বোচ্চ রান। আর ঋদ্ধি (৪৩ বলে ৮১) এবং শুভমন গিলের (৫১ বলে ৯৪) হাত ধরেই গুজরাট টাইটান্স এই মরশুমের চতুর্থ সর্বোচ্চ রানও করেন। তারা ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে।
ইনিংসের বিরতিতে শুভমন বলছিলেন, ‘আজ বেশ গরম ছিল। তবে আমরা যে ভাবে শুরু করেছি, তার জন্য ঋদ্ধি (সাহা) ভাইকে ধন্যবাদ। আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাট চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ছিল। এটি একটি ভালো উইকেট ছিল। তবে শুরুর দিকে কিছুটা কঠিন ছিল। কারণ এটি একটি শুষ্ক উইকেট ছিল এবং অদ্ভূত ভাবে বল থমকে আসছিল।’
তবে সেঞ্চুরি মিস করে স্পষ্টতই আফসোস করছিলেন শুভমন। ১৯তম ওভার শেষে ৮৫ রান ছিল শুভমনের। ২০তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন শুভমনই। বল করতে এসেছিলেন যশ ঠাকুর। প্রথম বলে শুভমন ছক্কাও হাঁকান। পৌঁছে যান ৯১ রানে। তার পর আর এক-আধটা চার ছয়ের দরকার ছিল। সেটা ডেথ ওভারে হওয়াটা কোনও বড় বিষয়ও নয়। বিশেষ করে টিম ভালো জায়গায় থাকলে এবং হাতে উইকেট থাকলে। দ্বিতীয় বলে ২ রান নেন শুভমন। তৃতীয় বলে রান নিতে পারেননি। চতুর্থ বলে ১ রান নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইক দেন। পঞ্চম বলে মিলার চার মারেন। শেষ বলে ১ রান হয়। আর সেঞ্চুরি করা হয়ে ওঠেনি শুভমনের। ৯৪ করেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়। সেঞ্চুরি মিস নিয়ে শুভমন বলেম, ‘শতরানের কথা শেষ ওভারে আমার মাথায় ছিল। তবে চতুর্থ বলে আমি বাউন্ডারি মারতে পারিনি, তবে আমাদের আরও পাঁচটি ম্যাচ আছে এবং আমি সুযোগ পাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।