বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS সে ভাবে টিম বদলায়নি,অথচ কুম্বলেকে সরিয়ে দিল- প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তনী
পরবর্তী খবর
PBKS সে ভাবে টিম বদলায়নি,অথচ কুম্বলেকে সরিয়ে দিল- প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তনী
1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2022, 10:24 PM ISTTania Roy
নিলামের আগে পঞ্জাব গত বারের দল থেকে ৫ বিদেশি খেলোয়াড় - বেয়ারস্টো, কাগিসো রাবাডা, লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষে আর নাথান এলিসকে ধরে রেখেছে। তারা নিলামে স্যাম কারান এবং সিকান্দার রাজাকে বিদেশী প্লেয়ারদের তালিকায় যোগ করেছে। তবে ১২.৯৫ কোটি টাকা হাতে থাকা সত্ত্বেও, অষ্টম বিদেশি খেলোয়াড়কে বেছে নেয়নি।
অনিল কুম্বলে।
ভারতের প্রাক্তন ওপেনার এবং প্রখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া পঞ্জাব কিংসের টিম গড়ার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর সহজ জিজ্ঞাসা, প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ টিম সে ভাবে পাল্টানো হয়নি। যদি কুম্বলের টিমই যদি ধরে রাখা হয়, তবে কেন ভারতের প্রাক্তন তারকা স্পিনারকে কোচের পদ থেকে সরানো হল? ২০২৩ আইপিএলের মিনি নিলামের পর পঞ্জাব তাদের স্কোয়াডে সে ভাবে পরিবর্তনই করেনি।
২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলাম থেকে পঞ্জাব কিংস স্যাম কারান (১৮.৫০ কোটি), সিকান্দার রাজা (৫০ লাখ), হরপ্রীত ভাটিয়া (৪০ লাখ), বিদওয়াথ কাভেরাপ্পা (২০ লাখ), মোহিত রাঠে (২০ লাখ), শিবম সিংকে (২০ লাখ) বেছে নিয়েছে। স্যাম কারান এবং সিকান্দার রাজা ছাড়া সে ভাবে পরিচিত নাম কিন্তু পঞ্জাব নিলাম থেকে কেনেনি।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া পঞ্জাবের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘যদি দলে (পিবিকেএস) পরিবর্তন না করতে হয়, তা হলে এর মানে অনিল কুম্বলে সঠিক দল তৈরি করেছেন। একটি ভালো স্কোয়াড তিনি নির্বাচন করেছেন, শুধু সামান্য কিছু পরিবর্তন করতে হয়েছে এবং পাইকারি পরিবর্তন করতে হয়নি, ট্রেভর বেলিসও এমনটাই মনে করছেন। তাহলে কেন? কুম্বলেকে সরিয়ে দেওয়া হয়েছে? আমি শুধু এটাই ভাবছি।’
নিলামের আগে পঞ্জাব গত বছরের স্কোয়াড থেকে পাঁচ বিদেশি খেলোয়াড় - জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষে এবং নাথান এলিসকে ধরে রেখেছে। তারা নিলামে স্যাম কারান এবং সিকান্দার রাজাকে তাদের বিদেশী প্লেয়ারদের তালিকায় যোগ করেছে। কিন্তু তাদের পার্সে ১২.৯৫ কোটি টাকা বাকি থাকা সত্ত্বেও, তারা অষ্টম বিদেশি খেলোয়াড়কে বেছে নেয়নি।
চোপড়া তাদের বিদেশী খেলোয়াড়দের সম্পূর্ণ কোটা নির্বাচন না করার জন্যও প্রশ্ন তুলেছেন। তিনি বক্তব্য, ‘হায়দরাবাদের পরে যদি কারো কাছে খরচ করার মতো টাকা থাকে, সেটা ছিল পঞ্জাব কিংসের। তারা ২২ সদস্যের একটি স্কোয়াড রেখেছে, আপনি ২৫ জনকে রাখতে পারেন। দলে ৮টি বিদেশি রাখা যায়। ওদের আরও একজন বিদেশি খেলোয়াড় রাখা উচিত ছিল। আমি বুঝতে পারি যে, কোভিড এর পিছনে রয়েছে। ওদের একটা পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি। ওরা কি কিছু স্ট্র্যাটেজি মিস করেছে?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।