ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুরন্ত রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ২ হাজার রান পূর্ণ করেন পঞ্জাব অধিনায়ক। এই নিরিখে তিনি টপকে যান কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৬টি মরশুম আইপিএল খেলা তেন্ডুলকর ৬৩টি ইনিংসে ২০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন। রাহুল এই কৃতিত্ব অর্জন করেন ব্যাট হাতে ৬০টি ইনিংসে মাঠে নেমে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে এই মাইলফলক টপকে যান পঞ্জাব অধিনায়ক। ২০০০ রানে পৌঁছনোর জন্য মাত্র ২ রান প্রয়োজন ছিল লোকেশের। অর্থাৎ, আরসিবি ম্যাচের আগে টুর্নামেন্টে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল সাকুল্যে ১৯৯৮ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।