আইপিএল শুরুর আগে বেশ কয়েকজন তারকার সাফল্যের দিকে তাকিয়েছিলেন সমর্থকরা, যাঁরা শেষ পর্যন্ত অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আইপিএল ২০২০-র এমনই পাঁচজন মহাতারকার পারফর্ম্যান্সে নজর রাখা যাক, যাঁদের এবার ফ্লপস্টার বলা মোটেও ভুল হবে না। অন্তত নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারেননি এই পাঁচজন ক্রিকেটার।
ঋষভ পন্ত:- দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটসম্যানকে দলের অন্যতম স্তম্ভ হিসেবেই বিবেচনা করা হচ্ছিল আইপিএল শুরুর আগে। তবে ফিটনেস সমস্যায় জর্জরিত পন্ত শেষ পর্যন্ত নিজেকে যথাযথ মেলে ধরতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনালে হাফ-সেঞ্চুরি করলেও সার্বিকভাবে টুর্নামেন্টে তাঁকে ব্যর্থ বলাই শ্রেয়। ১৪ ম্যাচে ৩৪৩ রান করলেও প্রয়োজনের খাতিরে খুব একটা মূল্যবান ছিল না তাঁর ইনিংগুলি। তিনি একটি মাত্র হাফ-সেঞ্চুরি করেন টুর্নামেন্টে।
মহেন্দ্র সিং ধোনি:- চেন্নাই সুপার কিংসের অধিনায়ক দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরেন। প্রতিবারের মতো এবারও ধোনির কাছ থেকে বিপুল প্রত্যাশা ছিল অনুরাগীদের। যদিও ধোনি মোটেও ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। এটাই তাঁর কেরিয়ারের সবথেকে খারাপ আইপিএল মরশুম হিসেবে চিহ্নিত হয়ে থাকে। ১৪ ম্যাচে মাত্র ২০০ রান করেন তিনি। একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি মাহি।
গ্লেন ম্যাক্সওয়েল:- অজি অল-রাউন্ডারের উপর ক্রামাগত আস্থা রাখে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তবে কিংস ইলেভেন পঞ্জাবের আস্থার মর্যাদা রাখতে পারেননি ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচে মাত্র ৯টি বাউন্ডারির সাহায্যে সাকুল্যে ১০৮ রান সংগ্রহ করেন ম্যাক্সওেল। তিনি একটিও ছক্কা মারতে পারেননি। উইকেট নিয়েছেন মাত্র ৩টি।
দীনেশ কার্তিক:- কেকেআরের ক্যাপ্টেন হিসেবে আইপিএল অভিযান শুরু করলেও মাঝপথে নেতৃত্ব ছাড়েন কার্তিক। ১৪ ম্যাচে ১টি অর্ধশতরান-সহ ১৬৯ রান সংগ্রহ করেন ডিকে। রানের নিরিখে এটি তাঁর খারাপ আইপিএল মরশুমের তালিকায় তিন নম্বরে জায়গা করে নেয়।
আন্দ্রে রাসেল:- কলকাতা নাইট রাইডার্সের আশা-ভরসা ছিলেন রাসেল। যদিও প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি ক্যারিবিয়ান অল-রাউন্ডার। চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচে মাঠের বাইরেও থাকতে হয় তাঁকে। ১০ ম্যাচে রাসেল মাত্র ১১৭ রান সংগ্রহ করেন। কোনও হাফ-সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। ৬টি উইকেট নিয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।