দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস গেইলকে প্লেয়িং ইলেভেনে রাখল না কিংস ইলেভেন পঞ্জাব। চার বিদেশির কোটায় লোকেশ রাহুলরা মাঠে নামানোর সিদ্ধান্ত নেন নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস জর্ডন ও শেল্ডন কটরেলকে। চার বিদেশী ক্রিকেটারের কোটায় দ্য ইউনিভার্স বসকে টপকে পঞ্জাবের প্রথম একাদশে মাথা গলিয়ে দেন আর এক ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
অন্যদিকে পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির প্রথম একাদশে জায়গা হল না অজিঙ্কা রাহানের। ওপেনে পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের জায়গা নিয়ে কোনও সংশয় ছিল না। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ও উইকেটকিপার হিসেবে ঋষভ পন্ত ট্র্যাফিক জ্যাম করে রেখেছেন। রাহানেকে জায়গা করে দিতে হলে হয় একজন বোলার কম খেলাতে হতো দিল্লিকে। নাহলে একজন বিদেশি কম নিয়ে মাঠে নামতে হতো তাদের। আইপিএলের প্রথম ম্যাচে দু'টি ক্ষেত্রেই কোনও ঝুঁকি নিতে চায়নি দিল্লি টিম ম্যানেজমেন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।