লকডাউনে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা প্রায় সবাই যখন কার্যত গৃহবন্দি হয়ে ছিলেন, মহম্মদ শামি তখন উত্তরপ্রদেশে নিজের ফার্মহাউসে প্রস্তুতি নিচ্ছিলেন লকডাউন পরবর্তী সময়ে মাঠে নামার জন্য। বাকিদের সামনে মাঠে নেমে অনুশীলনের সুযোগ না থাকলেও তারকা পেসার বল করার মতো জায়গা খুঁজে নিয়েছিলেন গ্রামের মাঠে।
তখনও জানতেন না আইপিএল আদৌ অনুষ্ঠিত হবে কিনা। শেষমেশ যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ যখন শুরু হল, তখন প্র্যাকটিসে থাকার সুফল পেলেন জাতীয় দলের তারকা পেসার। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নেমেই বল হাতে পিচে আগুন ঝরালেন শামি। দিল্লির তারকাখচিত টপ-অর্ডারে ধস নামালেন তিনি।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
ম্যাচের চতুর্থ তথা নিজের দ্বিতীয় ওভারের শামি আউট করেন পৃথ্বী শ ও শিমরন হেতমায়েরকে। নিজের প্রথম ওভারে শামি ১ রান খরচ করেন। সেই ওভারেই রান-আউট হন শিখার ধাওয়ান। পরের ওভারে বল করতে এসে শামি তৃতীয় বলে পৃথ্বী শ'কে ফিরিয়ে দেন। সেই ওভারের শেষ বলে তিনি তুলে নেন হেতমায়েরের উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।