
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে বিরাট কোহলির শততম টেস্টকে ঘিরে উত্তেজনার অভাব ছিল না। করোনার বিধিনিষেধের জেরে প্রাক্তন ভারতীয় অধিনায়কের মাইলস্টোন ম্যাচে মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশেরই অনুমতি ছিল। তবে তাতে কী, শততম টেস্টে ‘কিং’ কোহলি ব্যাটে নামলেই গোটা গ্যালারি ভরে উঠল তাঁর জয়ধ্বনিতে।
টসে জিতে ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ও মায়াঙ্ক আগরওয়াল ওপেন করতে নামার আগে থেকেই মাঠ কোহলির জয়ধ্বনিতে মুখরিত হচ্ছিল। মায়াঙ্ক আউট হলে কোহলি সাজঘর থেকে মাঠে বেরিয়ে আসতে একেবারে কয়েরগুণ বেড়ে যায় সেই ধ্বনির শব্দ। জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দারুণভাবে ক্রিজে স্বাগত জানান মোহালির দর্শকরা।
১২ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০ টেস্ট খেলা কোহলি, এদিন নিজের ইনিংসের শুরুটা খুব ভালই করেছিলেন। ক্রিজে তাঁকে বেশ আত্মবিশ্বাসীই দেখাচ্ছিল। তবে প্রথম দিনের দ্বিতীয় সেশনে ৪৫ রান কোহলিকে আউট করেন লঙ্কান স্পিনার লাসিথ এমবুলদেনিয়া। বাঁ-হাতি স্পিন বোলারের বলে নিজের অফস্টাম্প হারিয়ে বেশ চমকেই যান কোহলি। খানিকক্ষণ ক্রিজেই তিনি অবাক হয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে মাঠ ছাড়েন বিরাট কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports