২০১২ সালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন এমন এক ঘটনা ঘটে যায়। যেখানে ভারতীয় পেসার ইশান্ত শর্মা বিপক্ষের ক্রিকেটারকে গালি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। তবে এই কাজের জন্য নাকি তাঁকে পরবর্তীতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে বকাও খেতে হয়েছিল।
মহেন্দ্র সিং ধোনি ইশান্ত শর্মা
শুভব্রত মুখার্জি: ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তান মানেই মাঠের মধ্যে বা মাঠের বাইরে আলাদা উন্মাদনা, উত্তেজনার সঞ্চার হয়। বিশ্বের যে কোন প্রান্তেই খেলুক না ভারত ও পাকিস্তান এই ম্যাচে উত্তেজনা সবসময়েই থাকে। সেই ম্যাচে স্লেজিং হওয়াটা যেন খুব স্বাভাবিক বিষয়। তবে সময় পরিবেশে পরে গিয়ে পরিস্থিতি অনেক সময়েই হাতের বাইরে চলে যায়। এমন এক ঘটনাই ঘটেছিল ২০১২ সালে। ২০১২ সালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন এমন এক ঘটনা ঘটে যায়। যেখানে ভারতীয় পেসার ইশান্ত শর্মা বিপক্ষের ক্রিকেটারকে গালি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। তবে এই কাজের জন্য নাকি তাঁকে পরবর্তীতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে বকাও খেতে হয়েছিল। আর এমন অজানা কাহিনি শুনিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা।
ইউটিউব চ্যানেল নাদির আলি পডকাস্টে এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন প্রাক্তন কিপার ব্যাটার কামরন আকমল। কামরন আকমলকে প্রশ্ন করা হয়েছিল ২০০৯ সালে তাঁর এবং গৌতম গম্ভীরের ঝামেলার বিষয়টি নিয়ে। কামরন জানান সে রকম কোন ঘটনাই ঘটেনি। গম্ভীর নিজের সঙ্গে নিজে কথা বলছিলেন। যাকে কামরন ভুল করে ভাবেন তাঁকে বলা হচ্ছে বলে। যেখান থেকেই জন্ম হয় ভুল বোঝাবুঝির। আর তার থেকেই জন্ম হয়েছিল ঝামেলার।
এরপর আকমল ২০১২ সালের একটি ঘটনার কথা তুলে ধরেন। যেখানে ইশান্ত শর্মা তাঁকে সত্যি সত্যি গালাগালি করেছিলেন বলে কামরান অভিযোগ করেন। কামরান আকমল জানিয়েছেন, ‘ইশান্ত আমাকে গালাগালি করেছিল। তবে আমিও ওঁকে ছাড়িনি। পাল্টা ফিরিয়ে দিয়েছিলাম। ইশান্ত গালি দেওয়ার ফলে ওঁকে গালি শুনতে হয়েছিল। এম এস ধোনি সেই সময়ে দলের অধিনায়ক ছিল। ও অত্যন্ত ভালো মানুষ। ঘটনার সময়ে সুরেশ রায়নাও চলে আসেন। ভারত ম্যাচটা হারছিল। ম্যাচ চলাকালীন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল । সেই সময়েই ঘটে যায় এই ঘটনা। শোয়েব মালিক, মহম্মদ হাফিজ খুব ভালো খেলছিল। ভারত ম্যাচে ফেরার চেষ্টা করছিল। আর ওই সময়েই রেগে গিয়ে ইশান্ত শর্মা ওই ঘটনাটি ঘটান।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।