টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একেবারে ফুরফুরে মেজাজে আছেন। রান না পেলেও প্রস্তুতি ম্যাচে উপভোগ করতে দেখা গিয়েছে। বিমানবন্দরেও বেশ ভালো মেজাজ দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার অনুশীলনের মধ্যে একেবারে সমর্থকদের সঙ্গে কথা বললেন। কয়েকজন সমর্থককে আবার বোঝালেন যে অনুশীলনের সময় এরকম চিৎকার করলে একাগ্রতা ভঙ্গ হয়।
আগামী রবিবার (২৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। সেই ম্যাচের জন্য ইতিমধ্যে ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাটের অনুশীলনের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি ঠিক কবে এবং কোথায় তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে নেটিজেনদের দাবি, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকেই সেই ভিডিয়োটি তোলা হয়েছে।
আরও পড়ুন: T20 World Cup 2022: সময় নষ্ট নয়, মেলবোর্নে পৌঁছেই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
ভিডিয়োয় দেখা গিয়েছে, নেটে অনুশীলন করছেন বিরাট। ব্যাটিং করছেন ভারতীয় তারকা। নেটের ঠিক পিছনের কয়েকজন সমর্থক দাঁড়িয়ে ভিডিয়ো করছেন। তারইমধ্যে কোহলি একটি শট মারার সময় এক সমর্থক আবদার করেন, ‘মাঠের বাইরে (বল ফেল বিরাট)।’ তা বিরাটের কানে যায়। বলটা নন-স্ট্রাইকার এন্ডের দিকে ফিরিয়ে দিয়ে ওই সমর্থকদের সঙ্গে কথা বলতে আসেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: Virat Kohli: ইনস্টাগ্রাম থেকে কোহলির আয় শুনলেই চোখ কপালে তুলবেন, রোনাল্ডো, মেসির পরেই রয়েছেন বিরাট
একেবারে হালকা মেজাজে বিরাটকে বলতে শোনা যায়, ‘প্র্যাকটিসের সময় এসব কথা বল না। তাহলে প্র্যাকটিসের ক্ষেত্রে অসুবিধা হয়।’ বিরাটের সেই অনুরোধ শুনে এক সমর্থক বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে। আপনি ফাঁকা হলে বলব।’ অপর একজন আবার বলতে থাকেন, ‘কিংয়ের (বিরাাটকে বোঝাতে চেয়েছেন ওই সমর্থক) জন্য বলবই। কিংয়ের জন্য তো আমরা বলব। কিং তো একজনই আছেন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।