মঙ্গলবার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে ৪-০ গোলের জয় তুলে নিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-র শীর্ষে উঠে এল ভারত। এদিনের ম্যাচে রোহেন সিং চাপামায়ুম (২৮’, ৭৬’) দুটি গোল করেন, আর স্থানীয় খেলোয়াড় ওমাং ডোডুম (২৯’) ও ড্যানি মেইতেই (৮৪’) একটি করে গোল করেন। এই জয়ের ফলে ভারত দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট ও +১২ গোল পার্থক্য নিয়ে গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে উঠে আসে। নেপাল দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি যদিও দু’দলেরই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু খেলার শুরু থেকেই দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল। একবার গোল শুরু হতেই ভারত খেলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
২৮তম মিনিটে মালেমনগম্বা সিং-এর বাঁদিক থেকে আসা এক ক্রস বল একাধিক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে রোহেন সিং-এর সামনে পড়ে। রোহেন কোন ভুল না করে বল জালে পাঠান।
মাত্র এক মিনিট পর, ড্যানির পাস থেকে ওমাং ডোডুম দুর্দান্ত ফুটওয়ার্ক দেখিয়ে বাঁ পায়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন করেন ২-০। এর পর থেকেই ভারত ম্যাচে আধিপত্য বিস্তার করে।
আরও পড়ুন … বাটলার, জ্যাকব থেকে উইল জ্যাকস IPL 2025 Playoffs মিস করতে পারেন একাধিক ব্রিটিশ ক্রিকেটার
দ্বিতীয়ার্ধেও ভারত আক্রমণের ধারা অব্যাহত রাখে। ওমাং, ড্যানি ও প্রশান বারবার নেপাল রক্ষণভাগকে চাপে রাখে। খেলার নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে ভারত তৃতীয় গোল পায়। প্রশান জাজো নীচু কাটব্যাক পাস দেন ড্যানিকে, যিনি বক্সের মাঝখান থেকে শট নেন। গোলরক্ষক প্যারিয়ার সেই শট বাঁচালেও ফিরতি বলে রোহেন ভলিতে গোল করেন।
আরও পড়ুন … টেস্ট ও T20I থেকে অবসর, ভারতের জার্সি গায়ে আর কতগুলো ম্যাচ খেলবেন রোহিত-কোহলি?
৮৪তম মিনিটে, ড্যানি নিজেও গোল করেন। অধিনায়ক শিংআমায়ুম শামি-র দূরপাল্লার শট রক্ষা করেন প্যারিয়ার, তবে ফিরতি বল চতুরতা দেখিয়ে গোলে ঠেলে দেন ড্যানি, যিনি আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
আরও পড়ুন … নিষেধাজ্ঞার অধ্যায় ভুলে রাবাদা WTC 2023-25 Final-এ ভালো খেলুক- আশায় দক্ষিণ আফ্রিকা
এই জয়ের ফলে ভারত গ্রুপ ‘বি’-তে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল। তারা আগামী ১৬ মে শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় গ্রুপ ‘এ’ রানার্স-আপ মালদ্বীপ-এর মুখোমুখি হবে। অপর সেমিফাইনালে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচটি হবে একই দিনে বিকেল ৩:৩০টায়। ভারতের আধিপত্য ও দুর্দান্ত দলগত পারফরম্যান্সে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে এগিয়ে চলেছে ‘দ্য ব্লু কোল্টস’।