
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
শুভব্রত মুখার্জি
১৮তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব প্রসঙ্গে অকপটে নিজের মতামত ব্যক্ত করলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অল-রাউন্ডার কপিল দেব।
রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্স দল পঞ্চমবার আইপিএলের ট্রফি ঘরে তোলার পরেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের জন্য বিভিন্ন ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত করার। এবার এই পৃথক অধিনায়কত্বের প্রসঙ্গে কপিল দেব জানালেন ভারতীয় ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী এই ভাবনা। তিনি সব ফর্ম্যাটের জন্য বিরাটকে অধিনায়ক রাখার পিছনেও সওয়াল করেন।
কপিল দেবের মতে, 'আমি আমার দেশের সবক্ষেত্রেই আমাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ দেখতে চাই। আর তাতে দ্বৈত অধিনায়কত্ব বেমানান। আপনি একটি কোম্পানিতে কখনও দু'জন সিইও রাখতে পারেন না। বিরাট যদি টি-২০ ক্রিকেটটাও চালিয়ে যায় তাহলে আমি মনে করি সব ফর্ম্যাটের জন্য ওর অধিনায়ক থাকা বাঞ্ছনীয়।'
কপিল আরও বলেন, 'আমি চাই অন্যান্য প্রতিভারাও উঠে আসুক। তবে এক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে সব ফর্ম্যাটের ক্ষেত্রে দলের ৮০ শতাংশ ক্রিকেটার অপরিবর্তিত থাকে। তারা কখনও চাইবে না ভিন্ন অধিনায়কের ভিন্ন থিওরির ফলে বারবার নিজেদের বদল করতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus