শুভব্রত মুখার্জি: ২০২২ সালের অক্টোবর-নভেম্ভর মাসেই অনুষ্ঠিত হবে টি ২০ বিশ্বকাপের আসর। ২০২১ সালের বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পরে ভারতীয় দল মুখিয়ে রয়েছে এবারের শিরোপা জিততে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। সামনে রয়েছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। পাশাপাশি রয়েছে এশিয়া কাপও। ফলে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারতীয় দল। এমন আবহে প্রাক্তন প্রোটিয়া তারকা তথা অধিনায়ক গ্রেম স্মিথ মনে করেন আসন্ন বিশ্বকাপে ভারতের 'এক্স-ফ্যাক্টর' তথা তুরুপের তাস হয়ে উঠতে পারেন তাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।