ইংল্যান্ড সফরে ভারতের অনেক ক্রিকেটারই সীমিত ওভারের ক্রিকেটে (ওডিআই এবং টি-টোয়েন্টি) দুরন্ত ছন্দে ছিলেন। টিম ইন্ডিয়া প্রথমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করেছিল এবং তারপর ওডিআই সিরিজেও তারা জয় ছিনিয়ে নেয়।
দু'টি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে ভারত। কখনও ঋষভ পন্তের ব্যাট ঝড় তুলেছে। কখনও হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স বিস্ফোরণ ঘটিয়েছে। আবার কখনও জাসপ্রীত বুমরাহের দাপট, যুজবেন্দ্র চাহালের স্পিনের জাদুতে বিপক্ষ শিবির কুপোকাত হয়েছে। টিম ইন্ডিয়ার সাদা বলের দলে অনেক হেভিওয়েট তারকা ক্রিকেটার রয়েছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় কে? এ বার নিজের পছন্দের কথা জানালেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
আরও পড়ুন: ২০১৯ অক্টোবরে হুইল চেয়ারে ঘুরতেন, আর ২০২২-এ বদলে গেল হার্দিকের জীবন-দেখুন ভিডিয়ো
ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওডিআই সিরিজ নিয়ে আলোচনার সময়ে ধারাভাষ্যকার এবং প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সেরা এবং সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: ‘হয় ও চাঁদে পৌঁছবে, নয় সন্ধ্যে পার করবে না’, পন্তকে এমন কেন বললেন পাক প্রাক্তনী?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।