
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ব্যাটে রান করতে পারেননি। তাতে কী! তবু গ্লেন ফিলিপসই হিরো। শুক্রবার টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের বিরুদ্ধে একটি অবিশ্বাস্য ক্যাচ নেন গ্লস্টারশায়ার কিউয়ি ক্রিকেটার। এই ক্যাচ দেখে ক্রিকেট বিশেষজ্ঞরাও হতবাক। চোখ ছানাবড়া নেটিজেনদের। একেবারে বাজপাখির মতাই উড়ে গিয়ে ক্যাচটি ধরেন ফিলিপস। চোখের পলক ফেলার আগেই ঘটনাটি ঘটে। এত নিখুঁত, মসৃণ ভাবে ক্যাচটি ধরলেন ফিলিপস, মনে হচ্ছিল, তিনি এমন ক্যাচ আকছার ধরে থাকেন।
শুক্রবার টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচে গ্লস্টারশায়ার এবং মিডলসেক্স মুখোমুখি হয়েছিল। টসে জিতে গ্লস্টারশায়ারকে ব্যাট করতে পাঠায় মিডলসেক্স। প্রথমে ব্যাট করে গ্লস্টারশায়ার ৮ উইকেট হারিয়ে ১৭১ রান করে। ব্যাট হাতে মাত্র ৬ বলে ২ রান করেন গ্লেন ফিলিপস। ব্যাটে ব্যর্থ হলেও দুর্ধর্ষ ক্যাচটি নিয়ে সুদে আসলে সব তুলে দেন নিউজিল্যান্ডের ক্রিকেটার।
ফিলিপসের ক্য়াচের সৌজন্যে শুরুতেই মিডলসেক্সকে ধাক্কা দেয় গ্লস্টারশায়ার। ওপেন করতে নেমেছিলেন সাম রবসন এবং স্টিফেন এসকিনাজি। মিডলসেক্সের রান যখন ২০, ঠিক তখনই ম্যাট টেলরের বলে এসকিনাজির ছয় মারতে গেলে টাইমিং ঠিক মতো হয়নি। বলটা নীচ দিয়ে যাচ্ছিল। তখন অবিশ্বাস্য ক্যাচটি ধরেন ফিলিপস। ক্যাচটি দেখে মনে হচ্ছিল, ঠিক বাজ পাখি যেন উড়ে এসে বলটি খপ করে ধরে নিল। এই ক্যাচের ভিডিয়ো নেটপাড়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
স্টিফেন এসকিনাজির মতো ব্যাটসম্যানকে শুরুতে হারিয়ে চাপে পড়ে যায় মিডলসেক্স। তাদের ইনিংস ৮ উইকেট হারিয়ে নির্দিষ্ট ২০ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায়। ১০ রানে ম্যাচটি জেতে গ্লস্টারশায়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus