শুভব্রত মুখার্জি: হিরো আইএসএলে খারাপ পারফরম্যান্সের পরে ইস্টবেঙ্গল ক্লাব মুখিয়ে রয়েছে সুপার কাপে ভালো ফল করতে। সেই লক্ষ্যেই রবিবার মাঞ্জেরিতে ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। পায়ান্নাড স্টেডিয়ামে এ দিন ম্যাচে একাধিক গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হল তাদের। ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের।
আরও পড়ুন… পরের মরশুমে চাকরি যাচ্ছে,সুপার কাপের আগে গায়ের ঝাল মেটালেন EBFC কোচ কনস্ট্যান্টাইন
গ্রুপ বি'তে ইস্টবেঙ্গল এবং ওডিশা ছাড়াও রয়েছে হায়দরাবাদ এফসি এবং আইজল এফসি। এ দিন গ্রুপের অপর ম্যাচে আইজল এফসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে হায়দরাবাদ এফসি। ফলে আপাতত গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে হায়দরাবাদ। তারপরেই নিজেদের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে রয়েছে ওডিশা এবং ইস্টবেঙ্গল। এ দিন প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করে ওডিশা এফসি। তাদের স্টার ফরোয়ার্ড দিয়েগো মরিসিও এ দিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন।
আরও পড়ুন… IPL -এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান দিয়ে যশ দয়ালের লজ্জার নজির
ব্রাজিলিয়ান প্রথম থেকেই একাধিক সুযোগ ওডিশার জন্য তৈরি করেন। তাঁর এই আক্রমণাত্মক ফুটবলে ভর করেই ম্যাচে এগিয়ে যায় ওডিশা। প্রথম ১৫ মিনিটের মধ্যে তিনবার অফসাইডের ফাঁদে পড়েন দিয়েগো। প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ডিফেন্সিভ খেলে। মাত্র একটি শট তারা গোলে নেয়। আর সেই সুযোগ থেকেই লিড নেয় লাল হলুদ বাহিনী। ৩৮ তম মিনিটে ২৫ বছর বয়সি মোবাসির রহমান একটি কার্লিং শটে গোলকিপারকে পরাস্ত করে ইস্টবেঙ্গলকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল। জেক জার্ভিস দুই বার গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন। এরপর ক্লেটন সিলভা, ভিপি সুহেররাও গোল করার সুযোগ পান। তবে তাদের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭২ মিনিটে সমতায় ফেরে ওডিশা এফসি। দিয়েগোর পাস থেকে গোল করেন নন্দকুমার। ৮৫ মিনিটে ম্যাচ জয়ের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। জেক জার্ভিসের শটে অনবদ্য সেভ করে ম্যাচ ১-১ গোলে ড্র রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওডিশার গোলরক্ষক অমরিন্দর সিং। ১৭ এপ্রিল ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আইজল এফসির।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।