বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC প্রতিযোগিতায় সুযোগ পাবে ATKMB? ভারতের কারা অংশ নিতে পারে? ঠিক হবে এপ্রিল-মে মাসে
পরবর্তী খবর
AFC প্রতিযোগিতায় সুযোগ পাবে ATKMB? ভারতের কারা অংশ নিতে পারে? ঠিক হবে এপ্রিল-মে মাসে
1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2023, 06:27 PM ISTTania Roy
এই মরশুমে ভারতীয় ক্লাবগুলির জন্য তিনটি স্লট বরাদ্দ করেছে এএফসি। প্রথমটি মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্ব ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্ব।
এএফসি-র বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাবগুলির বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে ৪ এপ্রিল থেকে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাবগুলির বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে ৪ এপ্রিল থেকে। চলবে ৩ মে পর্যন্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এই সূচির ঘোষণা করেছে।
এই মরশুমে ভারতীয় ক্লাবগুলির জন্য তিনটি স্লট বরাদ্দ করেছে এএফসি। প্রথমটি মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্ব ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্ব।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করার জন্য আইএসএল ২০২১-২২-এর লিগশিল্ড জয়ী জামশেদপুর এফসি ও চলতি মরশুমের লিগশিল্ড জয়ী মুম্বই সিটি এফসি পরস্পরের মুখোমুখি হবে আগামী ৪ এপ্রিল। সুপার কাপ চলাকালীনই এই ম্যাচটি হবে বলে জানিয়েছে ফেডারেশন। এই ম্যাচের জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪-এর বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।
এএফসি কাপ গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আসন্ন সুপার কাপের চ্যাম্পিয়ন ও আই লিগ জয়ী গোকুলম কেরালা এফসি একে অপরের মুখোমুখি হবে ২৯ এপ্রিল। তবে সুপার কাপের চ্যাম্পিয়নরা যদি তার মধ্যে এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে থাকে, তা হলে গোকুলম কেরালা এফসি সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। আর যদি গোকুলম সুপার কাপে চ্যাম্পিয়ন হয়, তা হলে তারাই এএফসি কাপ ২০২৩-২৪-এর গ্রুপ পর্বে খেলার সবুজ সঙ্কেত পাবে।
এএফসি কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আইএসএল ২০২১-২২-এর চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি ও চলতি আইএসএল চ্যাম্পিয়ন (বেঙ্গালুরু এফসি বা এটিকে মোহনবাগান) মুখোমুখি হবে ৩ মে। তার মধ্যে হায়দরাবাদ এফসি যদি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, তা হলে এই ম্যাচের কোনও প্রয়োজন হবে না এবং চলতি আইএসএলের ট্রফিজয়ী দল খেলবে এএফসি কাপের বাছাই পর্বে। একই ভাবে যদি এ বারের আইএসএল চ্যাম্পিয়নরা এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, সে ক্ষেত্রেও এই ম্যাচ আর হবে না এবং হায়দরাবাদ ২০২৩-২৪-এর এএফসি কাপ বাছাই পর্বে খেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।