গত মরশুমটা দুর্দান্তভাবে শেষ করেছে মোহনবাগান। শুরু করেছিল তারা ডুরান্ড কাপ দিয়ে। সেখানে তারা ফাইনালিস্ট ছিল । ২০২৩ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৪ সালের ফাইনালে উঠেছিল মোহনবাগান। তবে ফাইনালে কিছুটা অপ্রত্যাশিত ভাবেই মোহনবাগান হেরে যায় নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। তবে এরপর আর বাগানকে পিছন ফিরে তাকাতে হয়নি। ভারতীয় ফুটবলের সেরা লিগ ইন্ডিয়ান সুপার লিগে তারা দু ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যায়। রেকর্ড ৫৬ পয়েন্টে লিগ স্টেজ শেষ করে তারা রেকর্ড গড়ে।
এরপর আইএসএল নকআউট ট্রফিও জিতে নেয় মোহনবাগান। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে দুই লেগে হারিয়ে দেওয়ার পর যুবভারতীতে মোহনবাগান বেঙ্গালুরু এফসিকে হারায় ২-১ গোলে।
সুপার কাপে অবশ্য মোহনবাগান নিজেদের আসল দল নামায়নি। মাত্র এক বিদেশিকে মাঠে রেখেই তারা কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে উঠেছিল। সেখানে সালাহউদ্দিন, সুহেল ভাটরা যথেষ্ট নজর টানেন। মনে করা হচ্ছে সুপার কাপের দল থেকেও ২-৩ জন তরুণ ফুটবলারকে এবারের মূল স্কোয়াডে প্রমোট করবে সবুজ মেরুন শিবির। কারণ পর পর ম্যাচ থাকায় আর বিশেষ করে এএফসির খেলা থাকায় বাগানের মূল ফোকাসই থাকবে এশিয়ান লড়াইয়ের দিকে।
ফলে বাস্তব ক্ষেত্রেই মোহনবাগানের প্রতিপক্ষ এখন মোহনবাগানের সাফল্য। ফলে গত মরশুমের সাফল্যকে ধরে রাখার লক্ষ্যে আগামী মরশুমে মাঠে নামতে চলেছে সবুজ মেরুন শিবির। আর সেটাই শুরু হবে জুলাইয়ের ১৮ তারিখ থেকে ডুরান্ড কাপ দিয়ে। এআইএসএফের খসড়া সুচি অনুযায়ী জুলাইয়ে ১৮ তারিখ থেকে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে ডুরান্ড কাপ ।
এরপর সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ফেডারেশন কাপ। সুপার কাপ বন্ধ হয়ে গিয়ে ফেডারেশন কাপ চালু হতে চলেছে। এটিও নকআউট টুর্নামেন্ট আর মোহনবাগান এই প্রতিযোগিতার সফলতম দল। সেপ্টেম্বরে ফেডারেশন কাপের মাঝেই রয়েছে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ম্যাচ। এক্ষেত্রে এফসি ম্যাচ পড়তে পারে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর এর মধ্যে। তখন ফেডারেশনের কাপের ফাইনালে আগেই মোহনবাগানকে এএফসির ম্যাচ খেলতে হবে( যদি মোহনবাগান ফেডারেশন কাপের ফাইনাল বা সেমি ফাইনালে ওঠে)। আবার সেপ্টেম্বরের শেষেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। ফলে অন্যান্যবার যেমন প্রি সিজন ট্রেনিং ক্যাম্প বা প্রাক মরশুম প্রস্তুতির সুযোগ পায় ফুটবলাররা, এবার কিন্তু মোহনবাগান সেই সুযোগটা পাবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।