
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সময়টা খুবই খারাপ যাচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাবে। সেই ইস্টবেঙ্গল ম্যাচের পর থেকে আর পয়েন্ট মুখ দেখতে পায়নি সাদা কালো শিবির। যেই দলের বিপক্ষেই খেলতে হচ্ছে, ভালো খেললেও হেরে যাচ্ছে তাঁরা। দলের মধ্যে কেমন যেন বাঁধনের অভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে… এই অবস্থা আরও সমস্যায় জর্জরিত মহমেডান, যেটার আশঙ্কা করা হয়েছিল। এক রিপোর্ট অনুযায়ী ফুটবলারদের বেতন বকেয়া রাখা হয়েছে ক্লাবের তরফে।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
কয়েক সপ্তাহ আগে পর্যন্ত জানা গেছিল বাঙ্কারহিলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রাচী গ্রুপের মধ্যে বনিবনা হচ্ছে না। বাঙ্কারহিলেরে দীপক কুমার সিংই আইলিগ পর্যন্ত দলের আর্থিক বিনিয়োগের বিষয়টা মূলত দেখতেন, কিন্তু দল আইএসএলে উঠতে আরও অনেকেই বিষয়টাতে জড়িয়ে পড়ে। শ্রাচী গ্রুপও এসেছিল বিনিয়োগ করতে, কিছুদিন আগে তাঁদের সংস্থার দুজনকে কার্যকরি কমিটিতে নেওয়া হয়। রাহুল টোডিকে দেওয়া হয় সহ সভাপতির পদও।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
এরই মধ্যে এবার ফুটবলারদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। কারোর দুমাস, কারোর তিনমাস করে বেতন আটকে রয়েছে, দাবি করেছেন ফুটবলাররা। ভারতীয় ফুটবলারদের তো টাকা আটকে রয়েছেই, এছাড়াও বিদেশি ফুটবলারদেরও বেতন বকেয়া রয়েছে ২-৩ মাস করে। ব্রাজিলিয়ান ফ্র্যাঙ্কা থেকে ফরাসি ওজিয়ের, তাঁরা একপ্রকার বিদ্রোহ ঘোষণা করে দিতে পারে দলের বিরুদ্ধে, দাবি করা হয়েছে এক রিপোর্টে।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
পরিস্থিতি যা, তাতে মহমেডানের সংকট বাড়তে পারে যদি এর মধ্যে তাঁরা আর্থিক সমস্যা কাটিয়ে বেতন না দিতে পারে। হায়দারাবাদ এফসির ফুটবলাররা যেমন ফিফায় গেছিল টাকা আদায়ের জন্য, তেমন ফরাসি ওজিয়েররাও ফিফায় যাওয়ার কথা চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন। ইতিমধ্যেই এই নিয়ে নিজের এজেন্টের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন সাদা কালো রক্ষণের এই বিদেশি। সেক্ষেত্রে ট্রান্সফার ব্যান পর্যন্ত হতে পারে মহমেডানের।
আরও পড়ুন-সিরাজ-আকাশদের ব্যর্থতার দিনেও উজ্জ্বল বুমরাহ! বোলারদের ব্যর্থতা ঢাকতে হেডের প্রশংসায় মর্কেল…
রবিবার রয়েছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ। এমনিতেই হারতে হারতে অবস্থা খারাপ হয়ে রয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। এফসি গোয়াকে আটকে দেওয়ার পর আইএসএলের শুরুর দিকে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছিল মহমেডান স্পোর্টিং। জয় বলতে এখনও পর্যন্ত সেই একটাই। এরপর শুধুই ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে মহমেডান।
ইতিমধ্যেই মহমেডান কোচ বদল নিয়ে কথা চলছে। এরই মধ্যে ফুটবলারদের মধ্যেও টাকা নিয়ে সমস্যা তৈরি হওয়ায় দলকে মোটিভেট করাই কঠিন হয়ে চলেছে সাদা কালো ব্রিগেডের কোচিং স্টাফদের কাছে। ব্রাজিলিয়ান ফ্র্যাঙ্কা থেকে দীর্ঘদিন মহমেডানে খেলা জুইডিকারা কথা চালাচ্ছেন আইএসএলের অন্য ক্লাবের সঙ্গে, লোনে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় বেরিয়ে যেতে চাইছেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports