
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ISL 2023-24 MBSG vs FCG: চলতি আইএসএল টেবিলের শীর্ষে থাকা দল এফসি গোয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার সেই গোয়ার বিরুদ্ধেই খেলতে নামবে ফেরান্দোর ছেলেরা। এই ম্যাচ জিততে পারলেই কেরালা ব্লাস্টার্সকে টপকে টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। এই লক্ষ্যকে সামনে রেখেই মাঠে নামতে চায় মোহনবাগান এসজি। তবে তাদের মাথায় রাখতে হবে যে তাদের প্রতিপক্ষ গোয়া কিন্তু টানা আটটি ম্যাচে অপরাজিত রয়েছে এবং ফেরান্দোর আক্রমণ ভাগকে মনে রাখতে হবে যে গত পাঁচ ম্যাচে অর্থাৎ শেষ প্রায় ৫০০ মিনিট গোয়ার বিরুদ্ধে কোনও দলই গোল করতে পারেনি।
ঘরের মাঠে খেলার সুবিধাও এই ম্যাচে কাজে লাগাতে চান সবুজ-মেরুন কোচ। এই ম্যাচ নামার আগে ফেরান্দো বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলছি, এটা একটা বড় সুবিধা। কারণ, আমাদের সঙ্গে আমাদের সমর্থকেরা থাকবেন। গ্যালারি থেকে আমাদের জন্য অনেক উৎসাহ দেওয়ার মন্তব্য ভেসে আসবে। সকলেই আমাদের জন্য চিৎকার করবেন, এ গুলোই এখন বেশি গুরুত্বপূর্ণ।’ তিন দিন আগেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে দলের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। যারা লাল কার্ড দেখেছেন সেই তালিকায় রয়েছেন, উইঙ্গার লিস্টন কোলাসো ও ডিফেন্ডার আশিস রাই এবং ডিফেন্ডার হেক্টর ইউস্তে। তবে এই সব নিয়ে দুশ্চিন্তা করতে রাজি নন মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্দো।
মোহনবাগান কোচ জানিয়ে দিলেন, ‘আমাদের রক্ষণে কোনও সমস্যা হবে বলে মনে হয় না। আমরা অন্য পরিকল্পনা করে রেখেছি। সমস্যা হল সময় কম পেয়েছি। সমস্যার সমাধান করাই আমাদের কাজ। এই নিয়ে আমি উদ্বিগ্ন নই। রানা, সুমিত মাজিয়ার বিরুদ্ধে খেলে এসেছে। কলকাতা লিগে, ডুরান্ড কাপেও খেলেছে। ওরা প্রায় আড়াই বছর ধরে আমার তত্ত্বাবধানে রয়েছে। ওদের ওপর আমার যথেষ্ট আস্থা আছে।’
মোহনবাগানের তরুণ তারকা ফরোয়ার্ড কিয়ান নাসিরি মনে করেন এফসি গোয়ার দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরানো তাঁদের পক্ষে সম্ভব। কিয়ান জানিয়েছেন, ‘আমাদের আক্রমণ বিভাগের সেই শক্তি আছে। আমাদের ডিফেন্ডার, মিডফিল্ডাররাও গোল করছে। গোল করার ক্ষেত্রে আমাদের কোনও সমস্যা নেই। গোয়া অপরাজিত আছে ঠিকই। ওদের রক্ষণ খুবই ভালো। কিন্তু আমাদের সেরাটা দিতে হবে। ওদের রক্ষণ তো আর একজনের (ঝিঙ্গন) ওপর নির্ভর করে না। কেন আমরা ওদের রক্ষণের বাধা ভাঙতে পারব না, তার কারণ দেখতে পাচ্ছি না।’
ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসের দিকে দেখলে দেখা যাবে, গত তিন মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে মাত্র একবার এফসি গোয়া হারাতে পেরেছে মোহনবাগানকে। চারবার জিতেছে মোহনবাগান এবং দু’টি ম্যাচে ড্র হয়েছে। গত মরশুমে শেষবার মুখোমুখিতে ২-১-এ জিতে ছিল মোহনবাগান। এবারও সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া ফেরান্দোর ছেলেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports