
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এ বারের দল বদলের বাজারে সবচেয়ে বড় চমক দিল এটিকে মোহনবাগান। পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে সই করাল সবুজ-মেরুন। ফ্রান্সের দ্বিতীয় তাঁর লক্ষ্য ডিভিশনের ক্লাব এফসি সোশো থেকে ট্রান্সফার ফি দিয়ে পোগবাকে সই করিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
এর আগে ফ্লোরন্তিন ফরাসি লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের হয়ে খেলেছেন। খেলেছেন ইউরোপা লিগেও। আর এ বার সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। আর গিনির এই সেন্ট্রাল ডিফেন্ডারের লক্ষ্য, এটিকে মোহনবাগানকে ট্রফি এনে দেওয়া।
এটিকে মোহনবাগানে সই করে উচ্ছ্বসিত ফ্লোরেন্তিন পোগবা। তিনি এটিকে-র মিডিয়া টিমকে বলেছেন, ‘এটিকে মোহনবাগানের মতো বিশাল সমর্থক সমৃদ্ধ ক্লাবে খেলব, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। এটা আমার কাছে খুব গর্বের। এই ক্লাবের জার্সির ঐতিহ্য আলাদা। আর সেই জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: পুরনো ক্লাবে ফিরতে পারেন অমরিন্দর, ATK MB-র অন্য ২ কিপার যাচ্ছেন স্পেনে: রিপোর্ট
কেন এটিকে মোহনবাগানে সই করলেন? এর উত্তরে পোগবা বলেছেন, ‘নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতে খেলতে আসছি। এটা আমার কাছে একটা নতুন দেশ, নতুন চ্যাম্পিয়নশিপ এবং অনেকগুলো ক্লাবকে চেনার সুযোগ করে দেবে। সব থেকে বড় কথা শুধু ভারতের নয়, এশিয়ার একটি ঐতিহ্যমন্ডিত এবং সাফল্যের পরম্পরা সমৃদ্ধ ক্লাবের হয়ে মাঠে নামতে পারছি। এটা আমার কাছে বিশাল ব্যাপার।’
ভারতীয় ফুটবল সম্পর্কে আগেই খোঁজখবর নিয়েছেন তিনি। ফ্লোরেন্তিনের দাবি, ‘ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে আমার অনেক কিছু জানা এখনও বাকি আছে। তবে আগে এখানে খেলে যাওয়া কিংবদন্তি ফুটবলার আনেলকা এবং রবার্ট পিরেসের কাছে ভারতীয় ফুটবল সম্পর্কে এবং লিগ সম্পর্কে অনেক কথাই শুনেছি। শুনে মনে হয়েছে এখানকার ফুটবল যথেষ্ট জনপ্রিয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports