টানা ৯ ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের। লাগাতার ৮ ম্যাচ হারের পর অবশেষে ১ পয়েন্ট পায় ক্লেটনরা। AFC চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে লাল হলুদ শিবির। এবার দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার তারা মুখোমুখি হবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের। সেই কারণে কোনও বিশ্রাম না নিয়েই রবিবার থেকে অনুশীলনে নেমে পড়ে ইস্টবেঙ্গল। পরের ম্যাচ জিততে মরিয়া কোচ অস্কার ব্রুজো। একদা বসুন্ধরার কোচ ছিলেন তিনি, হাতের তালুর মতো চেনেন এই দলকে। প্রথম ম্যাচে বাংলাদেশের এই দলটি হারের মুখোমুখি হয়েছে। বসুন্ধরা তাদের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে ০-১ ব্যবধানে হেরেছে লেবাননের নেজমে এফসির কাছে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য তাদের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই।
অন্যদিকে জেতা ম্যাচ ড্র করে বেশ চাপে রয়েছে ইস্টবেঙ্গল। পারোর বিরুদ্ধে শুরুতে এগিয়ে গেলেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয় মশাল বাহিনীকে। ছন্নছাড়া ডিফেন্সের পাশাপাশি একের পর এক গোলের সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে ব্যর্থ হয় দিয়ামান্তাকোস-নন্দরা। সবমিলিয়ে খুব একটা নিশ্চিন্তে নেই ইস্টবেঙ্গলও। ভুটানের দল পারোর বিরুদ্ধে ম্যাচ ড্রয়ের পর লাল হলুদ কোচ কার্যত স্বীকার করে নিয়েছিলেন দলে অনেক ঘাটতি রয়েছে। ফুটবলারদের ফিটনেস নিয়েও খুব একটা সন্তুষ্ট নন ব্রুজো। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘দল ম্যাচ ড্র করলেও অনেক পজিটিভ দিক রয়েছে খেলায়। আগে কয়েকটা অ্যাটাক সামলাতে গিয়ে গোল খেতে হচ্ছিল। আজকের ম্যাচে ডিফেন্স জোটবদ্ধ ছিল। আমাদের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না’।
তিনি মনে করেন, এই মুহূর্তে বাকি ম্যাচগুলোতে উচ্চতা এবং কৃত্রিম ঘাসের মাঠ খুব একটা সমস্যার কারণ হবে না। কারণ বাকি দলগুলোরও পাহাড়ে খেলার অভিজ্ঞতা নেই। ব্রুজো বলেছিলেন, ‘বসুন্ধরা কিংসও উচ্চতায় এবং অ্যাস্ট্রো টার্ফে খেলতে অভ্যস্ত নয়। তাদেরও আমাদের মতো সমান সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের পরের ম্যাচের প্রধান কাজ হবে গোল না খাওয়া। এমন নয় যে তার জন্য ডিফেন্সিভ ফুটবল খেলব। আমাদের ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে ব্যবধান কমাতে হবে’। উল্লেখ্য, মঙ্গলবার AFC চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। গ্ৰুপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। প্রতিপক্ষ নেজমে এফসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।