
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইন্ডিয়ান সুপার লিগে শনিবার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ম্যাচে ১-০ ব্যবধানে পরাজিত হয় লাল-হলুদ শিবির। গঙ্গাসাগর মেলা থাকায় এবার কলকাতায় আয়োজিত হয়নি ডার্বি। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। সেখানে ম্যাচের শুরুতে জেমি ম্যাকলারেনের করা একমাত্র গোলে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ম্যাচে বিতর্ক দেখা যায় রেফারির সিদ্ধান্ত নিয়ে। ম্যাচের এক মুহূর্তে বক্সের মধ্যে সবুজ মেরুন ফুটবলার আপুইয়ার হাতে বল লাগে। আপিল করা হয় ইস্টবেঙ্গলের ফুটবলারদের তরফে। তবে এই বিষয়ে রেফারি কোনও হ্যান্ড বল হয়নি বলে খেলা চালিয়ে নিয়ে যেতেন বলেন। যা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজো। এবার ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ জানাল তারা।
বারবার ISL-এ খারাপ রেফারিংয়ের অভিযোগ তুলছে বিভিন্ন দল। ইস্টবেঙ্গলের তরফেও একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে বিষয়টি নিয়ে। ডার্বি হেরে ফের একবার বিষয়টি নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ তারা। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের ক্লিপিংস সহ চিঠি পাঠানো হয়েছে লাল হলুদ শিবিরের তরফে। যদিও কতদূর সমাধান হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘আমরা বারবার চিঠি দিয়ে দিয়ে হাঁফিয়ে গিয়েছি। এবারে অন্যপথ ধরতে হবে। যথা সময়ে বিস্তারিত 'জানাব। তবে রেফারি নিয়ে অভিযোগ যে শুধু ইস্টবেঙ্গলের এমনটা নয়, পঞ্জাব এফসির তরফেও বিষয়টা নিয়ে কড়া চিঠি দেওয়া হয়েছে। তাদের ও অভিযোগ গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্ত ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যেই কারণে বারবার পয়েন্ট নষ্ট করতে হচ্ছে পঞ্জাবকে।
ডার্বিতে হেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দেন অস্কার ব্রুজো। তিনি অভিযোগ করেন, পরপর ম্যাচে খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছে তাঁর দল। তিনি দাবি করেন, সৌভিক চক্রবর্তীকে যে হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা কখনই কার্ড হয় না। ওটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। শুধু তাই নয়, মোহনবাগান বক্সে স্পষ্ট হ্যান্ডবল করেছিলেন আপুইয়ার বলেও সমালোচনা করেন তিনি। নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি বলে উষ্মাপ্রকাশ করেন ইস্টবেঙ্গলের হেড কোচ। তবে এখন এসব ভুলে পরের ম্যাচে ফোকাস করতে চাইছে ইস্টবেঙ্গল। তাদের পরের ম্যাচ রয়েছে ১৯ জানুয়ারি। প্রতিপক্ষ গোয়া এফসি। মঙ্গলবার থেকে পরের ম্যাচের জন্য অনুশীলন শুরু করবে দল। জানা যাচ্ছে, এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন আনোয়ার আলি। বাকিদের সঙ্গে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন তিনিও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports