টানা ৬টি ডার্বি জয় সবুজ-মেরুনের। ডুরান্ডের আগের দু'টি প্রথমে এগিয়ে গিয়েও গোল হজম করতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমার্ধের শেষ লগ্নে এগিয়ে যাওয়ার পর তাই পোগবা, প্রীতমদের কাছে ম্যাচটা আরও চ্যালেঞ্জিং হয়ে যায়।
যদিও আত্মঘাতী গোলে জয়। তবে খেলার শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগান সমর্থকরা। শেষ চারটে ডার্বি জয় গোয়ার মাটিতে হয়েছে। আর যুবভারতীতে আড়াই বছর আগে শেষ ডার্বিতে জিতেছিল সবুজ-মেরুনই। শহরে ডার্বির প্রত্যাবর্তনেও শেষ হাসি বাগানেরই। এ বার শহরে বসেই বড় ম্যাচ জয়ের আনন্দ ভাগ করে নিলেন সবুজ- মেরুন সমর্থকরা। একই সঙ্গে ডুরান্ড কাপেও ভেসে রইল এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: টানা হাফ ডজন ডার্বি হার লাল-হলুদের, আত্মঘাতী গোলে বাজিমাত বাগানের
রবিবার সবুজ মেরুন জার্সিতে খেলা দেখতে এসেছিলেন এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গ্যালারিতে দেখলেন এটিকে বিরোধী সমস্ত পোস্টার, টিফো। যদিও স্টেডিয়াম ছড়ার সময় এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এক কথায় গোয়েঙ্কা জানান, 'ইলেক্ট্রিফায়িং পরিবেশ।'
আরও পড়ুন: প্রস্তুতির সুযোগ পাইনি, ৬ দিনে ৩ ম্যাচ- ডার্বি হেরে অজস্র অজুহাত EB কোচের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।