আইএসএলের পর এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ধাক্কা খেল ইস্টবেঙ্গল। রবিবার বেঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচ ড্র করে মশাল বাহিনী। এর ফলে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফ পর্যায়ে যাওয়ার সব আশা শেষ হয়ে যায় তাদের। এরকম পরিস্থিতিতে বুধবার যুবভারতীতে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাচটি খেলতে নেমেছিলেন অস্কার ব্রুজোর ছেলেরা। মুখোমুখি হয়েছিলেন তুর্কমেনিস্তানের ক্লাব আর্কাদাগের। কিন্তু সেখানেও একরাশ হতাশার মুখে পড়তে হয়। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ০-১ ব্যবধানে হারতে হয় তাঁদের। এরপরেই খেলা শেষে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। যুবভারতীর বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রশ্ন ছুড়ে দেন কর্মকর্তাদের দিকে।
খেলা শেষে সেই বিষয়ে প্রতিক্রিয়া দেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (নীতু)। তিনি জানান যে দলের পারফরম্যান্স দেখে ফ্যানদের মতো তিনিও হতাশ। তবে তিনি আশাবাদী যে কোচ অস্কারের হাত ধরে ফিরতি লেগের ম্যাচে ঘুরে দাঁড়াবে লাল-হলুদ বাহিনী।
নীতু বলেন, ' প্রথমত, আমার দল পরপর ম্যাচ খেলেছে, সেজন্য ফুটবলাররা ক্লান্ত। দ্বিতীয়ত, যেই কারণেই হোক ঠিক ক্লিক করছে না, যেই গোলগুলি মিস করেছে মানা যায় না।' পাশাপাশি আর্কাদাগ দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। দেবব্রত বলেন, ‘ওরা ভালো খেলেছে। টেকনিক্যালি সাউন্ড। কখন বল নিয়ে উঠতে হবে, কখন নামতে হবে, সেটা জানে। টেকনিক্যালি ওরা সাউন্ড, তাই ম্যাচটা বের করে নিয়ে গেল।’
একই সঙ্গে দিমিত্রিসের পারফরম্যান্স দেখে হতাশ ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা। তিনি বলেন, 'সমর্থকদের মতো আমারও কান্না পাচ্ছে। কী করব! দিমি গতবারের সর্বোচ্চ গোলদাতা। ওকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল ছিল। কিন্তু ও যদি ক্লিক না করে, আমার কী করার আছে। কোচ যেই টিম করবে সেটা নিয়েই আমাদের চলতে হবে। আমরা দল তৈরি করি না। কোচ দল তৈরি করে। দ্বিমত নেই, আমরা সবাই কষ্ট পাচ্ছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।