1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2023, 10:31 PM ISTTania Roy
২৫ ফেব্রুয়ারি আইএসএলের ডার্বি। তার আগেই দুই প্রধানের কর্তাদের আকচা-আকচি শুরু। তবে ফুটবল নিয়ে নয়। এ বার সব উত্তাপ হকিকে ঘিরেই।
আইএসএলের আগেই ইস্ট-মোহনের আকচা-আকচি শুরু।
রবিবার মহমেডান মাঠে কলকাতা হকি লিগের ডার্বিকে ঘিরে ধুন্ধুমার হয়ে গিয়েছে। ভেস্তে গিয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা। ম্যাচে যখন মোহনবাগান ১-০ এগিয়ে, তখন কর্তা এবং দু'দলের সমর্থকদের মধ্যে ঝামেলার জেরে কার্যত রণক্ষেত্র হয়ে পড়ে মহমেডান মাঠ। আর এই ঘটনার দায় ইস্টবেঙ্গলের উপরেই চাপাল মোহনবাগান। রবিবার রাতের দিকে একটি প্রেস বিবৃতি দিয়ে গোটা ঘটনার দায় ইস্টবেঙ্গলের উপরে চাপিয়েছে সবুজ-মেরুন কর্তারা। সোমবার ইস্টবেঙ্গলের তরফে আবার পাল্টা বিবৃতি জারি করে বলা হয়েছে, মোহনবাগান সচিব উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা পরিস্থিতি আরও ঘোরালো করে তুলেছে। সেই দাবি উড়িয়ে দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
২৫ ফেব্রুয়ারি আইএসএলের ডার্বি। তার আগেই দুই প্রধানের কর্তাদের আকচা-আকচি শুরু। তবে ফুটবল নিয়ে নয়। এ বার সব উত্তাপ হকিকে ঘিরেই। সোমবার ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার একটি প্রেস বিবৃতি দিয়ে বলেন, ‘ইস্টবেঙ্গল-মোহনবাগান হকি লিগ ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর মোহনবাগান সচিবের বক্তব্য শুনে সারা বাংলার ক্রীড়াপ্রেমী মানুষেরা হতবাক। সেটাই স্বাভাবিক। খেলার মাঠে এ রকম গালাগালি হবে না, গণ্ডগোল হবে না, এটা আবার কী! এই ধরনের মন্তব্য একজন দায়িত্বশীল মানুষ করতে পারেন, তা ভেবেই অবাক হচ্ছি। খেলার মাঠে শান্তি, শৃঙ্খলা বজায় রাখা উচিত সবার। সেখানে মোহনবাগান ক্লাবের সচিব হিসsবে সমস্যাটা না মিটিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমার মনে হয় এটা কখনওই করা উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।