সুপার কাপ ঘরের দরজায় কড়া নাড়ছে। এর মাঝেই জানা গিয়েছে, সুপার কাপের জন্য মোহনবাগান এসজি-র কোচের দায়িত্বে থাকছেন না হোসে মোলিনা। তিনি দেশে ফিরে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই টুর্নামেন্টে কে হবেন সবুজ-মেরুনের কোচ। জানা গিয়েছে, সুপার কাপে যুগ্ম ভাবে মোহনবাগানের কোচের দায়িত্ব সামলাবেন বাস্তব রায় এবং ডেগি কার্ডোজো।
কেন মোলিনা থাকছেন না
আসলে আইএসএল লিগ শিল্ড জেতায় এএফসি-তে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার উপর আবার আইএসএল ট্রফিও তারা জিতেছে। তাদের সাফল্য এখন আকাশছোঁয়া। তাই সুপার কাপকে বিশেষ একটা গুরুত্ব দিচ্ছে না সবুজ-মেরুন। যে কারণে পুরো সিনিয়র দলও সুপার কাপে পাঠাচ্ছে না। সিনিয়র এবং জুনিয়রদের মিশ্রণে ভুবনেশ্বরে দল পাঠানো হবে।
আরও পড়ুন: IPL-এ গড়াপেটার কালো ছায়া, দশ দলকেই সতর্ক করল BCCI, সন্দেহের তালিকায় হায়দরাবাদের ব্যবসায়ী
মোহনবাগান অবশ্য সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবারই দলের সঙ্গে যোগ দেবেন ডেগি কার্ডোজো। সদ্য তাঁর কোচিংয়ে রিলায়েন্সের ইউথ ডেভেলপমেন্ট লিগ জিতেছে মোহনবাগানের জুনিয়ররা। তাই তাঁকে ভরসা করছে বাগান কর্তারা। এমন কী ডার্বি হলেও, বাস্তব এবং ডেগিই দায়িত্ব সামলাবেন।
সুপার কাপে একমাত্র বিদেশি হিসেবে থাকছেন নুনো রেইস
বাকি সব স্থানীয় ফুটবলারই খেলছেন সুপার কাপে। কারণ মোহনবাগানের সব বিদেশিই দেশে ফিরে গিয়েছেন। সুতরাং জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্টরা থাকছেন না। ডিফেন্সের দুই স্তম্ভ টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজও নেই। নুনো রেইস একমাত্র বিদেশি।
মোহনবাগানের প্রথম দলের পাঁচ-ছ'জন থাকছেন। এই তালিকায় আছেন আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট। বাকি সবই ডেভেলপমেন্ট লিগের ফুটবলার। মূলত এই টুর্নামেন্টে জুনিয়রদের সুযোগ দেওয়াই লক্ষ্য বাগান ম্যানেজমেন্টের।
২৬ এপ্রিল সবুজ মেরুনের সুপার কাপ যাত্রা শুরু হবে। ২৫ এপ্রিল ভুবনেশ্বর উড়ে যাওয়ার কথা সামাদ, আশিকদের। শুরুতেই ডার্বি খেলতে হতে পারে বাগানের জুনিয়র ব্রিগেডকে। টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব না দেওয়া হলেও, বড় ম্যাচ জয়ের জন্য অলআউট ঝাঁপাবে সবুজ মেরুন ব্রিগেড।
আরও পড়ুন: ছক্কা মারার মূল্য চোকালেন RR অধিনায়ক, রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন সাজঘরে
এদিকে ২০ এপ্রিল প্রথম ম্যাচেই কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে নামার কথা মোহনবাগানের। কিন্তু চার্চিল ব্রাদার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায়, সরাসরি পরের রাউন্ডে চলে গিয়েছে আইএসএল চ্যাম্পিয়নরা। ২৬ এপ্রিল ইস্টবেঙ্গল-কেরল ব্লাস্টার্স ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।